বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলিউডে যাদের আছে ব্যক্তিগত উড়োজাহাজ

  •    
  • ১১ মার্চ, ২০২১ ১৩:৫৩

দামি বাড়ি-গাড়ি বা বাইকের শখ ছাড়াও বলিউড তারকাদের আরও একটি শখের কথা শোনা যায়। আর সেটি হলো প্রাইভেট জেট বা ব্যক্তিগত উড়োজাহাজের শখ। এটা অনেকের শখ, অনেকের বিলাসিতা, কারও আবার প্রয়োজন। 

বলিউডের তারকাদের মধ্যে অনেকের জীবনই বিলাসবহুল। তাদের অনেকের বাড়ি, গাড়ির আভিজাত্য দেখে মুগ্ধ হন অন্য তারকারাই। দর্শকরাও দেখতে চান তাদের প্রিয় তারকাদের বিলাসবহুল জীবন।

কিছুদিন আগে অভিনেতা শাহিদ কাপুরকে দেখা গেছে ৯২ লাখ রুপি মূল্যের দুটি বিএমডব্লিউ এক্স সেভেন এসইউভি গাড়ি কেনার জন্য গিয়েছিলেন শোরুমে। তা নিয়ে সংবাদও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

দামি বাড়ি-গাড়ি বা বাইকের শখ ছাড়াও বলিউড তারকাদের আরও একটি শখের কথা শোনা যায়। আর সেটি হলো প্রাইভেট জেট বা ব্যক্তিগত উড়োজাহাজের শখ। এটা অনেকের শখ, অনেকের বিলাসিতা, কারও আবার প্রয়োজন।

জেনে নিই বলিউডের কোন কোন সেলেব্রিটিদের আছে ব্যক্তিগত উড়োজাহাজ:

শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান। কাজের প্রয়োজনেই তিনি বেশি ব্যবহার করেন প্রাইভেট জেট। ছবি: সংগৃহীত

সালমান খান

পিছিয়ে নেই সল্লু ভাইও। সবচেয়ে স্টাইলিশ প্রাইভেট জেটের মালিক তিনি। ছবি: সংগৃহীত

অজয় দেবগন

অভিনেতা, পরিচালক, প্রযোজক অজয় দেবগন বলিউড তারকাদের মধ্যে প্রথম প্রাইভেট জেট কিনেছেন। তার জেটের আসনসংখ্যা ছয়। ছবি: সংগৃহীত

হৃত্বিক রোশান

বলিউডের আকর্ষণীয় অভিনেতাদের মধ্যে হৃত্বিক রোশান অন্যতম। তার প্রাইভেট জেটও দেখতে অনেক আকর্ষণীয়। দুই ছেলেকে নিয়ে মাঝে মাঝেই ঘুরে বেড়ান হৃত্বিক। ছবি: সংগৃহীত

শিল্পা শেটি

শিল্পা শেটি ও তার স্বামী রাজ কুন্দ্রা বেশ বিলাসবহুল জীবন যাপন করেন। পরিবার নিয়ে ঘুরতে যেতে হলে ব্যবহার করেন তাদের প্রাইভেট জেট। ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চন

বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনেরও আছে ব্যক্তিগত উড়োজাহাজ। কাজ, ঘুরে বেড়ানো কিংবা একান্তে সময় কাটাতে ব্যবহার করেন তার উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

মাধুরী দীক্ষিত

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, রূপে গুণে মাতিয়ে রাখেন সবাইকে। তিনিও ব্যবহার করেন প্রাইভেট জেট। ছবি: সংগৃহীত

শ্রীদেবী

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীরও ছিল প্রাইভেট জেট। এই অভিনেত্রীও বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন। তার মৃত্যুর পর এ জেট এখন ব্যবহার করেন তার পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

সানি লিওনি

বলিউড অভিনেত্রী সানি লিওনিও ব্যবহার করেন প্রাইভেট জেট। ছবি: সংগৃহীত

দিলজিত দোসাঞ্জ

পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিত দোসাঞ্জেরও আছে প্রাইভেট জেট। ছবি: সংগৃহীত

অনিল কাপুর

পরিবার নিয়ে ছুটি কাটাতে যাওয়া বা প্লেনে চড়ে পার্টি করাতে ওস্তাদ অনিল কাপুর। ছবি: সংগৃহীত

অক্ষয় কুমার

শুধু ঘুরে বেড়াতে নয়, শুটিং সেটে সময়মতো যাওয়ার জন্যও প্রাইভেট জেট ব্যবহার করেন অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

এ বিভাগের আরো খবর