বড় বাজেটের সিনেমাগুলো যে শুধু সিনেমা হলেই মুক্তি পাবে-এমন ধারণা দিন দিন বদলে যাচ্ছে। তারই উদাহরণ রাকেশ ওম প্রকাশ মেহরার ‘বিগ বাজেট’ ফিল্ম তুফান।
সিনেমা হলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফারহান আখতার অভিনীত ক্রীড়াধর্মী এ সিনেমা। এ সিনেমায় ফারহানকে দেখা যাবে বক্সারের ভূমিকায়।
তুফান সিনেমাটি ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে বলে জানা গেছে বলিউড হাঙ্গামা থেকে।
ফারহান আখতারের সঙ্গে পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার এটি দ্বিতীয় সিনেমা। এর আগেও তারা একসঙ্গে ক্রীড়াধর্মী ভাগ মিলখা ভাগ সিনেমায় কাজ করেছেন।
তান্ডব সিরিজ নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও সমালোচনার মুখে পড়ার পর তারা সিরিজ ভিত্তিক কনটেন্ট কম প্রচার করতে আগ্রহী। এর বদলে বড় বাজেটের সিনেমাগুলো মুক্তির দেয়ার চেষ্টা করছে প্ল্যাটফর্মটি।
সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাথিয়াওয়াদি ও সাজিদ নাদিয়াদওয়ালার হিরোপান্তি ২ অ্যামাজন প্রাইম ভিডিও তাদের প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার চেষ্টা করছে।