নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বুধবার সকালেই অভিনেত্রী দীঘির বিরুদ্ধে মামলা করার দাবি জানালেও বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
তুমি আছো তুমি নেই সিনেমার নির্মাতা ঝন্টু বা নির্বাহী প্রযোজক সিমি ইসলাম কোলির লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি আদালতে।
এ ব্যাপারে দেলোয়ার জাহান ঝন্টু নিউজবাংলাকে বলেন, ‘আমি এই নিয়ে বেশি কথা বলতে পারব না। আমি সকালে জজ কোর্টে গিয়ে মামলা করে এসেছি।’
নিউজবাংলার অনুসন্ধানে জানা যায়, সকালে তিনি জজ কোর্টে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কোনো লিখিত অভিযোগ করেননি।
সন্ধ্যা ৬টার দিকে ঢাকা জজ কোর্টের আইনজীবী শাহ মোহাম্মদ ফোরকান মিয়ার সঙ্গে বসে সিমি ইসালম কোলি অভিযোগ লেখার প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিনেত্রী ও পরিচালকের এই সমস্যা মূলত তুমি আছো তুমি নেই সিনেমার ট্রেলার নিয়ে দীঘির মন্তব্যের কারণে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর এর মান নিয়ে প্রশ্ন ওঠে ফেসবুকে। প্রায় সবাই নেতিবাচক মন্তব্য করে ট্রেলারটি নিয়ে। এতে অভিনেত্রী দীঘি বিব্রত হন এবং সংবাদমাধ্যমে জানান, ট্রেলারের অবস্থাই যদি এমন হয় তাহলে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে কে আসবে।
দীঘির এমন কথার পর নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘ট্রেলার দেখেই দীঘি কীভাবে বলতে পারে যে সিনেমাটি চলবে না। এই ধরনের কথার কারণে আমার মানহানি ঘটেছে এবং সিনেমাটিরও ক্ষতি হয়েছে।’
তুমি আছো তুমি নেই সিনেমাটি মুক্তি পাচ্ছে ১২ মার্চ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে প্রার্থনা ফারদীন দীঘির।