বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী ও শিশুনির্ভর কন্টেন্ট নির্মাণে মালালার সঙ্গে অ্যাপল

  •    
  • ৯ মার্চ, ২০২১ ১৭:২৭

মালালা বলেন, ‘আমি এমন গল্পের শক্তিতে বিশ্বাসী যে গল্পগুলো পরিবারকে একত্র করে, বন্ধুত্বের সূচনা ঘটায়, আন্দোলন গড়ে তোলে ও শিশুদের স্বপ্ন দেখতে উৎসাহী করে।’ 

পাকিস্তানি নোবেল বিজয়ী ও তালেবানের আত্মঘাতী হামলা থেকে বেঁচে আসা ২৩ বছর বয়সী লেখক ও শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই অ্যাপল টিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

চুক্তির মূল উদ্দেশ্য নারী ও শিশুনির্ভর ড্রামা ও ডকুমেন্টারি প্রযোজনা করা। সোমবার অ্যাপল টিভি জানায়, মালালার সঙ্গে কয়েক বছরের এ চুক্তি পৃথিবীজুড়ে মানুষদের উৎসাহিত করতে সাহায্য করবে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মালালা প্রযোজিত এ কন্টেন্টগুলোর মধ্যে থাকবে অ্যানিমেশন ও শিশুতোষ গল্পের সিরিজও।

মালালা ইউসুফজাই বলেন, ‘নারী, তরুণ, লেখক, শিল্পী যারা এ বিশ্বকে তাদের নিজেদের চোখ দিয়ে দেখে, এমন মানুষদের পাশে থাকার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

মালালার বিরুদ্ধে তালেবানদের ক্রোধ জন্মানো শুরু হয় যখন মালালার বয়স মাত্র ১০ বছর বয়স। উত্তর-পশ্চিম পাকিস্তানের মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে প্রচার অভিযানে অংশ নেয়ায় তার ওপর ক্ষুব্ধ হয় তালেবানরা।

সে সময় পাকিস্তানি তালেবান সোয়াত উপত্যকা অঞ্চলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। আরও অনেক সিদ্ধান্তের সঙ্গে তারা নারীদের শিক্ষা ও নারী ক্ষমতায়ন নিষিদ্ধ করে।

২০১৫ সালে অ্যাপল টিভি মালালাকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রযোজনা করে এবং ২০১৮ সালে বিশ্বব্যাপী মেয়েদের মাধ্যমিক শিক্ষার জন্য তৈরি মালালা ফান্ডের সঙ্গে যুক্ত হয়।

গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর মালালা মেয়েশিশু ও নারীদের জন্য একটি ডিজিটাল প্রকাশনী শুরু করে যেটি অ্যাপল নিউজে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তিনি এক্সট্রাকারিকুলার নামে একটি টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেছেন।

মালালা বলেন, ‘আমি এমন গল্পের শক্তিতে বিশ্বাসী যে গল্পগুলো পরিবারকে একত্র করে, বন্ধুত্বের সূচনা ঘটায়, আন্দোলন গড়ে তোলে ও শিশুদের স্বপ্ন দেখতে উৎসাহী করে।’

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে মালালা বলেন, ‘আমার বিশ্বাস এ অংশীদারির মাধ্যমে এ মঞ্চে ও প্ল্যাটফর্মে আমি নতুন আওয়াজ তুলতে পারব। আমি আশা করি আমার মাধ্যমে এই শোগুলো দেখে আরও তরুণী ও মেয়েরা উৎসাহী হয়ে উঠবে।’

এ বিভাগের আরো খবর