প্রশংসায় ভাসছেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন তার নতুন সিনেমা অন্তরাত্মার লুক।
সিগারেট খাওয়া অবস্থায় সেই ছবিটি শেয়ার করে শাকিব লিখেছেন ‘স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ’। এর পর রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি।
শাকিব খানের ভক্ত অনুরাগীদের পাশাপাশি এই লুক নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অনেক তারকাদেরকেও।
শাকিব খানের পেজে কমেন্ট করে অনেকেই শুভকামনা জানিয়েছেন। সে তালিকায় আছেন রোশান, ইমন, নিরব, তাসকিন রহমানের মতো নামকরা অভিনয়শিল্পীরা। সংগীতশিল্পী কোনালও আছে সেই তালিকায়।
নায়ক জিয়াউল রোশান শাকিবের ছবিতে লিখেছেন, ‘সো মাচ লাভ ভাইজান’। সেই সঙ্গে অন্তরাত্মা সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শাকিব খানের ছবিতে তারকাদের প্রশংসা। ছবি: সংগৃহীত
চিত্রনায়ক ইমন লিখেছেন, ‘এক্সসিলেন্ট’, আর সেই কমেন্টেই রিয়্যাক্টে ভালোবাসা জানিয়েছে শাকিব ভক্তরা।
ঢাকা অ্যাটাক সিনেমায় খলনায়ক তাসকিন রহমান লিখেছেন, ‘গ্রেট লুক’।
শাকিবের সেই ছবিতে ‘ওয়াউ’ লিখে প্রশংসা করেছেন আরেক চিত্রনায়ক নিরব।
সংগীত শিল্পী কোনালও শাকিবের সেই লুক দেখে প্রশংসায় ভাসিয়েছেন। লিখেছেন, ‘হোয়াট এ লুক ভাইজান’।
গত ৬ মার্চ নতুন সিনেমা অন্তরাত্মার শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় পাবনায় শুরু হয়েছে এই সিনেমার দৃশ্যধারণ।
সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। শাকিব খানকে নিয়ে এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে শাকিব খানকে নিয়েস্বত্তা নামের সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি। সোহানীর বাড়ি পাবনা হওয়ায় সিনেমার শুটিং হচ্ছে সেখানে।
সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।