বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোরিন আবারও হবেন এক অভিজাত নারী

  •    
  • ৯ মার্চ, ২০২১ ১৩:৫০

লেডি শ্যাটার্লি’স লাভার নামে প্রেমনির্ভর গল্পের সিনেমায় অভিনয় করবেন কোরিন। লেখক ডি এইচ লরেন্সের উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মিত হবে।

নেটফ্লিক্স সিরিজ দ্য ক্রাউনে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী এমা কোরিন।

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস অফ ওয়েলসের চরিত্রে অভিনয়ের পর কোরিন আরও এক অভিজাত নারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

লেডি শ্যাটার্লি’স লাভার নামে প্রেমনির্ভর গল্পের সিনেমায় অভিনয় করবেন কোরিন। লেখক ডি এইচ লরেন্সের উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মিত হবে।

গল্পটি আবর্তিত হয়েছে লেডি শ্যাটার্লি নামে এক অভিজাত নারীকে ঘিরে, যিনি আবিষ্কার করেন তার সঙ্গে যে স্বামীর প্রতি কোনো আকর্ষণ নেই তার।

এমন পরিস্থিতিতে শ্যাটার্লির জমিদারিতে কাজ করা শিকার আয়োজন ব্যবস্থাপকের প্রেমে পড়েন লেডি শ্যাটার্লি।

ব্রিটিশ অভিনেত্রী এমা কোরিন। ছবি: সংগৃহীত

ইতালি ও ফ্রান্সে বইটি প্রকাশ হয় ১৯২০ সালে। ১৯৫৯ সালে বইটি যুক্তরাষ্ট্রে প্রকাশ পায়।

সিনেমাটি পরিচালনা করবেন লরা দে ক্লেরমন্ট-টনেরে। তার অন্যান্য পরিচালিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য মাস্ট্যাং, মিসেস আমেরিকা ও দ্য অ্যাক্ট।

লাইফ অফ পাই সিনেমার চিত্রনাট্যকর ডেভিড ম্যাগি লেডি শ্যাটার্লি’স লাভার সিনেমার চিত্রনাট্য লিখবেন। সিনেমাটি প্রযোজনা করবে প্রতিষ্ঠান ৩০০০ পিকচার্স।

এমা কোরিনের পরবর্তী কাজের মধ্যে আরও আছে হ্যারি স্টাইলসের বিপরীতে রোম্যান্টিক ড্রামা মাই পুলিসম্যান।

এ বিভাগের আরো খবর