ভারতের মহারাষ্ট্রে এখনও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা ভ্যাকসিন ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাঝেও মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। এবার সে তালিকায় পড়লেন অভিনেতা রণবীর কাপুরও।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় রণবীর কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ খবরটি নিশ্চিত করেছেন রণবীর কাপুরের চাচা রণধীর কাপুর। তিনি জানান, রণবীর কাপুরের শরীর খুব বেশি ভালো নয়।
রণবীর কাপুর সারা বছরই ব্যস্ত ছিলেন সিনেমার শুটিংয়ের কাজে। রণবীরের মা নিতু কাপুরও যুগ যুগ জিও সিনেমার শুটিংয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ।
রণবীর কাপুর এখন কোয়ারেন্টিনে আছেন। মুক্তির অপেক্ষায় আছে সঞ্জয় দত্ত ও বানি কাপুরের সঙ্গেশমসেরা, অমিতাভ বচ্চন, আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র, অনিল কাপুর, পরিণীতি চোপড়া ও ববি দেওলের সঙ্গে অ্যানিমাল এবং লাভ রঞ্জনের নাম অনির্ধারিত সিনেমা।