নারী দিবসে ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভের ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন ওয়েব সিরিজ কনট্রাক্ট-এর তিন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, জাকিয়া বারী মম ও আয়েশা খান।
‘অনেক অজানা কথা’ শিরোনামে এই আড্ডার সঞ্চালনা করেন মিথিলা। লাইভ আড্ডাটি এই তিনি অভিনেত্রী কনট্রাক্ট সিরিজে তাদের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।
কনট্রাক্টে মম তার চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত। চরিত্রে নতুন কিছু ছিল বলে জানালেন এই অভিনেত্রী। আর সে জন্যই এ চরিত্রে কাজ করে মজাও পেয়েছেন মম।
মম বলেন, ‘তা না হলে কাজই করতাম না। এই চ্যালেঞ্জটা নির্মাতারা আমাকে দিয়েছেন।’
উপস্থাপনার মাঝেই মিথিলা কথা বলেন তার চরিত্র নিয়ে। তবে বিস্তারিত না। যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেটি তার খুবই প্রিয় বলে জানান মিথিলা।
মিথিলার চরিত্রটি মমরও খুব পছন্দ, সেটাও অকপটে জানিয়েছেন মম।
কনট্রাক্টে সব চরিত্রই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মিথিলা বলেন, ‘এই প্রথমবার আমি পলিটিশিয়ানের চরিত্রে অভিনয় করেছি। আমার খুবই ভালো লেগেছে।’
কনট্রাক্ট ওয়েব সিরিজে মম, মিথিলা ও আয়েশার লুক। ছবি: সংগৃহীত
কনট্রাক্টে কাজ করার মজার অভিজ্ঞতা জানিয়েছেন আয়েশা খান। হাসতে হাসতে বলেন, ‘আমি সব সময় করছি, খাচ্ছি, যাচ্ছি, এভাবে কথা বলতে অভ্যস্ত। যখন আমাকে স্ক্রিপ্ট দেয়া হয়, সেখানেও শব্দগুলো সেভাবে লেখা ছিল। সেটি দেখে আমি তো খুব খুশি। ভাবলাম তেমন কষ্ট করতে হবে না, শুধু ক্যারেক্টারাইজেশন করলেই হবে।
‘পরে একটা একটা করে অর্ডার আসতে থাকল। করছি, খাচ্ছি, যাচ্ছি শব্দগুলো হয়ে গেল করতেছি, খাইতেছি, যাইতেছি, এই রকম। শুট শুরু হওয়ার আগে আমাকে নিয়ে বসা হতো, একেকটা ডায়লগ পড়ে পড়ে শোনাতে হতো।’
সিরিজে উমা চরিত্রটা ফুটিয়ে তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আয়েশাকে, সে কথা জানালেন আড্ডায়।
জি-ফাইভের মতো একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করতে পাড়ছি, এটা আমাদের নারী শিল্পীদের জন্য বড় একটা সুযোগ, বললেন মিথিলা।
তবে মমর মতে, পুরুষ বা নারী ব্যাপার না, একজন অভিনেতা বা অভিনেত্রীর যে কারও জন্যই এই প্ল্যাটফর্ম বড় ব্যাপার।
মমর অভিমান, বাংলাদেশসহ আশপাশের দেশে পুরুষতান্ত্রিক চরিত্র বেশি দেখা যায়। সে জন্য নারীদের আলাদা করে ভাবতে হয়। নারীদের প্রাধান্য দিয়ে চরিত্র যদি আরও বেশি হতো, তাহলে বড় প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার সুযোগ আরও বেশি পাওয়া যেত।
মমর সঙ্গে এ ব্যাপারে একমত মিথিলাও। তার মতে নারীদের গল্পগুলো বেশি বলা হয় না। তবে পুরো জায়গাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে বলে মনে করেন তিনি।
তবে আয়েশার কাছে এইসবের একটু অন্য রকম ব্যাখ্যা। তিনি বলেন, ‘কনট্রাক্টের প্রত্যেকটা চরিত্র সমান।’ তার সঙ্গে একমত মিথিলা আর মম।
সেদিক থেকে কনট্রাক্টে সব চরিত্রই প্রধান চরিত্র, বলেন মিথিলা। এখানে কোনো নারীর কোনো টিপিক্যাল চরিত্র ছিল না। মিথিলার এ কথা ধরে হাসতে হাসতে মম বলেন, ‘কনট্রাক্টে নারীরা তো হট কেক’।
সবশেষে মম আর আয়েশার কাছে নারী দিবসের প্ল্যান জানতে চান মিথিলা। মমর উত্তর সোজাসাপ্টা, প্রত্যেক দিনই তার কাছে নারী দিবস। আর আয়েশা এদিনও ব্যস্ত থাকতে চান শুটিংয়ে।