‘না, এগুলো কোনো নাটকের চরিত্র না। নারী দিবসে বিভিন্ন পেশার নারীদের সম্মান জানাতেই এই ফটোশুটটা করেছি।’ এভাবেই কথাগুলো বলছিলেন মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী নওশাবা আহমেদ।
৮ মার্চ নারী দিবসে নারীদের সম্মান জানাতেই বিভিন্ন পেশার নারীদের চরিত্র নিয়ে ফটোশুট করেছেন তিনি।
এ প্রসঙ্গে নিউজবাংলাকে নওশাবা বলেন, ‘আমরা যদি নারীর পেশাকে সম্মান জানাতে পারি, তাহলেই কিন্তু সেই সম্মানটা ফেরত পাব।
‘আমি অভিনেত্রী হয়ে যদি একজন গার্মেন্ট কর্মীকে, একজন পরিচ্ছন্ন কর্মীকে বা যত রকমের পেশায় নারীরা আছেন, তাদের সম্মানটা দিই তাহলে আমার শিশুও বড় হয়ে সব পেশাকে সম্মানটা করতে শিখবে।’
নওশাবা যে সাতটি পেশায় নিজেকে সাজিয়েছেন, সেই সাতটি পেশা হলো অভিনেত্রী, গার্মেন্টকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ, চিকিৎসক, সাংবাদিক ও গৃহিণী।
পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অভিনেত্রী নওশাবা। ছবি: সংগৃহীত
এই ফটোশুটে নওশাবার সঙ্গে যাদের দেখা গেছে, তারা প্রত্যেকেই সেই পেশায় নিয়োজিত। আসল লোকেশনে প্রকৃত মানুষদের সঙ্গে এই ছবিগুলো তুলেছেন শাকিব ইশতেহাম মাহবুব।
অভিনেত্রী, সাংবাদিক ও চিকিৎসক চরিত্রে ছবি তুলেছেন নওশাবা। ছবি: শাকিব ইশতেহাম মাহবুব
নওশাবা আরও বলেন, ‘আমি এখানে সাতটি পেশাকে সামনে রেখে ফটোশুট করেছি। তার মানে এই নয় যে, অন্য পেশার নারীদের সংগ্রাম নেই, সব পেশার নারীদের নিজ নিজ লড়াই আছে।’
পোশাক শ্রমিকদের সঙ্গে নওশাবা। ছবি: সংগৃহীত
এই ফটোশুটের কারণ জানিয়ে নওশাবা বলেন, ‘আমরা নারী হয়ে যদি নারীদের পাশে দাঁড়াই তখনই কিন্তু পেশা নিয়ে ট্যাবুটা ভাঙবে। সেই জায়গা থেকেই কাজটা করা।’