বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এরশাদ শিকদারের চরিত্রে মিলন!

  •    
  • ৭ মার্চ, ২০২১ ১৯:১২

অভিনেতা মিলন বলেন, ‘একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে।’ সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। এটি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

অভিনেতা আনিসুর রহমান মিলন কাজ করছেন বরফ কলের গল্প নামের একটি ওয়েব সিরিজে। এখানে মিলনের চরিত্রের নাম নওশাদ। চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে খুলনার এক সময়ের ত্রাস এরশাদ শিকদারের চরিত্র অবলম্বনে!

তবে বিষয়টি আনুষ্ঠানিক নয়। অভিনেতা মিলন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে এমন কিছু বলা হচ্ছে না। তবে সেই চরিত্রের সঙ্গে নওশাদ চরিত্রটির মিল পাওয়া যেতে পারে। আমরা অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে।’ সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। এটি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

মিলন জানান, এর শুটিং এখনও চলছে। খুলনায় হচ্ছে সিরিজের শুটিং। এটি অ্যাপে কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি।

রোববার ফেসবুকে নিজের লুকসহ একটি পোস্টার শেয়ার করেছেন মিলন। সেখানে দেখা যাচ্ছে, মিলনের কঠিন রাগান্বিত চোখ। পোস্টারের যেখানে সিরিজটির নাম লেখা, তার মাঝখান দিয়ে একটি রক্তে ভেজা হাতুড়ি।

সিরিজের নামে বরফ কল এবং খুলনায় শুটিংয়ের ব্যাপারটি ধারণা করতে বাধ্য করে যে, এটি এরশাদ শিকদারের ঘটনা থেকেই নেয়া। বোঝাই যাচ্ছে এটি হবে একটি থ্রিলার কনটেন্ট।

এরশাদ শিকদার খুনসহ নানা অপরাধে জড়িত ছিলেন। হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা ২০০৪ সালের ১০ মে কার্যকর করা হয়।

এ বিভাগের আরো খবর