বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চঞ্চলের ‘চুমু’ কার জন্য

  •    
  • ৭ মার্চ, ২০২১ ১৬:৫১

চঞ্চল জানালেন এই ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। সিরিজে তার পোশাক, সাজ, চুলের স্টাইল সবই বেশ গবেষণা করে ঠিক করা হয়েছে। তাই দর্শকরা বাস্তবের কাছাকাছি একটি লুক পাবে পুরো সিরিজে।

উড়ন্ত চুমু দিচ্ছেন চঞ্চল চৌধুরী! কিন্তু কার উদ্দেশ্যে তার এই উড়ন্ত চুমু? এর কারণই বা কী!

সেটা নিউজবাংলার কাছে পরিষ্কার করেননি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

১৮ মার্চ জি-ফাইভে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ কনট্রাক্ট। এর টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর সেই টিজারের একটি অংশে উড়ন্ত চুমু দিতে দেখা গেছে চঞ্চলকে।

ভিডিও থেকে সেই অংশটির স্থির চিত্র বানিয়ে ফেসবুকে প্রকাশ করেছেন ভক্ত-দর্শকরা। শুধু উড়ন্ত চুমুর ছবিটিই নয়, চঞ্চলের আরও অনেকগুলো ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে।

টিজার, লুক ও অভিনয় নিয়ে বরাবরের মতো প্রশংসায় ভাসছেন চঞ্চল। কনট্রাক্ট ওয়েব সিরিজে ব্ল্যাক রঞ্জু নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চরিত্রটির ধরন কেমন? স্থির না অস্থির? চঞ্চল বললেন, ‘ঠান্ডা মাথার খুনি।’

বুদ্ধিদীপ্ত না রাগী? ‘অবশ্যই বুদ্ধিদীপ্ত। এই ধরনের চরিত্রে রাগ আছে। কিন্তু বুদ্ধির প্রয়োজন সবচেয়ে বেশি।’ বললেন চঞ্চল।

চরিত্রটি কি ক্ষমতার মধ্যে বড় হয়, নাকি অন্যকে শুধু ভয় দেখানোই তার কাজ।

‘সাহসী’ চঞ্চলের উত্তর।

কনট্রাক্ট ওয়েব সিরিজের দৃশ্যে চঞ্চল চৌধুরী ও সহশিল্পী। ছবি: সংগৃহীত

ছোট উত্তরে কিছু ধরন বোঝা গেলেও ব্ল্যাক রঞ্জুকে আরেকটু বেশি করে জানতে চাইলে চঞ্চল জানান, একটি চরিত্রকে খোলস ভাঙতে ভাঙতে এগিয়ে যেতে দেখবেন দর্শকরা।

তিনি বলেন, ‘চরিত্রটি তো আর এমনি এমনি খারাপ হয়নি। তার একটি কারণ আছে। সেই গল্পটি একটি পলিটিক্যাল থ্রিলারের মাধ্যমে উঠে আসবে।’

চঞ্চল জানালেন এই ধরনের চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। সিরিজে তার পোশাক, সাজ, চুলের স্টাইল সবই বেশ গবেষণা করে ঠিক করা হয়েছে। তাই দর্শকরা বাস্তবের কাছাকাছি একটি লুক পাবে পুরো সিরিজে।

এর জন্য নির্মাতাদের পাশাপাশি কনট্রাক্টের গল্পকারকে ধন্যবাদ জানান চঞ্চল। তিনি বলেন, ‘মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখার সঙ্গে আমার পরিচয় ‘‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'’ বইটি থেকে। এরপর ‘‘কনট্রাক্ট''ও পড়েছি। পড়ে যেমন শিহরিত হয়েছি তেমন মনে হয়েছে যে, এগুলো থেকে সিনেমা বা সিরিজ নির্মাণ করলে দর্শক অনেক মজা পাবেন।’

শেষে আবার শুরুর প্রসঙ্গ। চুমুটা কেন দিতে হলো ব্ল্যাক রঞ্জুকে?

বেশ মজা পেলেন চঞ্চল চৌধুরী। হাসলেন কিছুক্ষণ।

তারপর বললেন, ‘আপাতত ধরে নাও এই চুমু দর্শকদের জন্য। আমার আশপাশের মানুষকে ধন্যবাদ দিতেই আমার উড়ন্ত চুমু।’

এ বিভাগের আরো খবর