প্রায় ১০ বছরের অপেক্ষা শেষে চলছে বহুল কাঙ্ক্ষিত মোহামেডানের নির্বাচন। ভোট উৎসবকে কেন্দ্র করে একটি মিলনমেলায় পরিণত হয়েছে এই নির্বাচন। প্রথমবার ভোট দিতে এসে তাই উচ্ছ্বসিত ছোট পর্দার তারকা অভিনেতা জাহিদ হাসান।
অনেকেরই হয়তো অজানা যে, বরেণ্য নাট্যাভিনেতা জাহিদ হাসান মোহামেডানের স্থায়ী কমিটির সদস্য। পছন্দের ক্লাবের পরিচালক বাছাই করতে তাই ছুটে এসেছেন নির্বাচনে।
জাহিদ হাসান জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটির হাত ধরে সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে মোহামেডান। ঐতিহ্য ফিরে না পেলেও দেশের ফুটবলে একটা শক্তিশালী অবস্থানে যাবে ক্লাবটি।শনিবার হোটেল লা মেরিডিয়ানে বিকেলে তিনি সংবাধমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর ক্লাবে ভোট হলো। প্রথম ব্যালটের মাধ্যমে পরিচালনা পর্ষদ নির্বাচিত হতে যাচ্ছে। অবশ্যই যোগ্যদের ভোট দিয়েছি। আশা করি, ভালো কমিটি হবে। যে কমিটির হাত ধরে মোহামেডান আবার জেগে উঠবে।’
হারানো ঐতিহ্য ফিরে পাবে কি না, মোহামেডান এই প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, ‘যে ঐতিহ্য হারিয়ে যায় তা আর পাওয়া যায় না। কারও বাবা মারা গেলে তাকে কি আর ফিরে পাওয়া সম্ভব? তবে নতুন করে ক্লাবকে শক্তিশালী করা অবশ্যই সম্ভব। আশা করি, নতুন কমিটি সেই লক্ষ্যেই কাজ করবে।’
একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন।
২০ প্রার্থী থেকে ১৬ জন পরিচালক নির্বাচন করবেন ৩৩৭ জন ভোটার। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। এর আগে দুপুরে হয়ে গেছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।