নতুন সিনেমার শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। সিনেমার নাম অন্তরাত্মা। পাবনায় শুরু হয়েছে সিনেমার দৃশ্যধারণ।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন।
তিনি বলেন, ‘পাবনাতে শুক্রবার সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। শনিবার থেকে চলছে দৃশ্যধারণ। এখানেই টানা শুটিং চলবে।’ শুটিংয়ে ব্যস্ত থাকায় এর বেশি কথা বলতে চাননি তিনি।
সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। শাকিব খানকে নিয়ে এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘স্বত্তা’ নামের সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি। সোহানীর বাড়ি পাবনা হওয়ায় সিনেমার শুটিং হচ্ছে সেখানে।
সিনেমায় আরও অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা শাহেদ। সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
অন্তরাত্মা সিনেমাটি ছাড়াও শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে আছেন লিডার - আমিই বাংলাদেশ সিনেমায়। সেটি কবে থেকে শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।