কী পাখি?
ময়না, ক্লাস টু-তে পড়ে।
টু?
কথা শিখেছে তো। পুরো বাক্য বলতে পারলেই ক্লাস থ্রি-তে উঠবে।
দশ বছর হয়ে গেছে এই বিজ্ঞাপনের। সেই ময়না পাখিটা এখন কোন ক্লাসে পড়ে? রাখির কাছে জানতে চেয়েছে তার এক অনুসারী।
মজার এই প্রশ্নটি পেয়ে একটু স্মৃতিকাতর হয়ে পড়েন রাখি। তার মনে পড়ে যায়, ২০১০ সালের সেই দিনগুলোর কথা। অভিনয় ও মডেলিংয়ে তখন তিনি স্পট লাইটের নিচে।
এবার স্মৃতি খোঁজা বাদ দিয়ে হাসতে হাসতে রাখি বলেন, ‘তখন তো ক্লাস টু-তে পড়ত। এখন নিশ্চই সে হাইস্কুল গ্র্যাজুয়েট হয়ে গেছে।’
২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার তিন বছর পর অর্থাৎ ২০১৩-তে রাখি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৭-তে গ্র্যাজুয়েশন শেষ করে রিসার্চ করেছেন। এখন চাকরি করছেন।
শুক্রবার সন্ধ্যায় রাখি মাহবুবকে পাওয়া গেল ইনস্টাগ্রাম লাইভে। সেখানে ৩০ মিনিট কথা বলেছেন তিনি। দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর।
কথার শুরুতে তিনি জানিয়ে দিলেন কেন তিনি অস্ট্রেলিয়া গেলেন। তিনি বলেন, ‘আমার দুই ভাই এক বোন, বাবা, চাচা- সবাই অস্ট্রেলিয়াতে থাকেন। আমি যখন অভিনয় শুরু করি তখন এ লেভেল দিচ্ছিলাম। সেটা শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশে আর থাকতে পারিনি। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় আসতে হয়।’
রাখি এখন থাকেন অস্ট্রেলিয়ার পার্থে; তার বোনের সঙ্গে। সেখানে বেশে ভালো সময় কাটাচ্ছেন তিনি। ইনস্টা লাইভে অনেকেই প্রশ্ন করেছেন, দেশে কবে ফিরবেন। উত্তরে রাখি জানিয়েছেন, ইট ডিপেন্ডস।
লাইভের অধিকাংশ সময় কথা হয়েছে পড়ালেখা নিয়ে। রাখি তার ফলোয়ার এবং ভিডিও চ্যাটিংয়ে উন্নত দেশগুলোতে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার বিভিন্ন উপায় সম্পর্কে কথা বলেন।
অভিনয়ে ফেরা নিয়েও প্রশ্ন করেছেন কয়েকজন। তাদের উত্তর দিতে গিয়ে রাখি বলেন, ‘দেশে ফিরে অভিনয় শুরু করার পরিকল্পনা নেই। তবে যদি ভালো কাজের অফার আসে, সে ক্ষেত্রে ভেবে দেখতে পারি।’
অস্ট্রেলিয়ায় কিছু শর্টফিল্ম করেছেন রাখি। সেখানকার প্রোডাকশনে ভয়েস দেয়াসহ টিভি বিজ্ঞাপনেও কাজ করার কথা জানান তিনি।
রাখি এখন নিয়মিত তার ভক্ত-পরিচিতদের সঙ্গে কথা বলতে চান, দেখা করতে চান এবং সেটা অনলাইনের মাধ্যমে।
রাখি বলেন, ‘আপনারা কবে সময় দিতে পারবেন, সেটা আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে।’
অনলাইনের মাধ্যমে এই যোগাযোগ হতে পারে সপ্তাহে একবার বা মাসে একবার। এই সিদ্ধান্ত তিনি নিতে বলেছেন তার অনুসারী ও ভক্তদের।