গত ছয় বছর ধরে নিয়মিতই হয়ে আসছে জয়বাংলা কনসার্ট। ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও স্বাধীনতা চেতনা যুব সমাজের মধ্যে পুনরুজ্জীবিত করতে আয়োজনটি করে আসছে ইয়াং বাংলা।
তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় এই কনসার্ট এ বছর হচ্ছে না।
বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার ফেসবুক পেজে লেখেন, ‘এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে আবার ফিরে আসব। যে কোনো সময়ের চেয়ে বড় পরিসরে ও আরও সরবভাবে।’
কনসার্ট না হলেও ৭ মার্চ নিয়ে রাদওয়ান মুজিব করেছেন বিশেষ পরিকল্পনা।
তার আভাস দিয়ে তিনি লিখেছেন, ‘৭ মার্চের জন্য যে বিশেষ পরিকল্পনা করেছি তার বিস্তারিত জানার জন্য ইয়াং বাংলার পেজে চোখ রাখুন।’
২০১৫ সাল থেকে শুরু হয় জয়বাংলা কনসার্ট। সিআরআই এর উদ্যোগে প্রতিবছর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
গতবছর জয়বাংলা কনসার্টে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।