বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টালিউডের যারা পেলেন মমতার টিকিট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ মার্চ, ২০২১ ১৭:০৬

বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সহশিল্পী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিদ্যা সিনহা মিমের ‘ব্ল্যাক’ সিনেমার সহশিল্পী সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে।

টালিউডে এখন রাজনীতির আমেজ। তারকাদের টানছে রাজনৈতিক দলগুলো। দলীয় পতাকা হাতে তারকাদের ছবি এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে শুরু করে সংবাদমাধ্যমেও।

শুক্রবার ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় স্থান পেয়েছেন কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। সায়নী রাজকাহিনী সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসানের সহশিল্পী হিসেবে।

পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। রাজের পরিচালনায় অভিনয় করেছেন এ দেশের অভিনেত্রী পূজা চেরি।

কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে।

আলিপুরদুয়ারে তৃণমূলের প্রার্থী টিভি অভিনেতা সৌরভ চক্রবর্তী।

বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকাব সিনেমায় শাকিব খানের সহশিল্পী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বিদ্যা সিনহা মিমের ব্ল্যাক সিনেমার সহশিল্পী সোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে।

কাঞ্চন মল্লিক ও কৌশানী মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পারব না আমি ছাড়তে তোকে সিনেমার নায়িকা কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে কৃষ্ণনগর উত্তরে লড়তে।

সিনেমা ও টিভির নামকরা অভিনেতা কাঞ্চন মল্লিককে দেয়া হয়েছে উত্তরপাড়ার আসন।

এরা ছাড়াও তৃণমূলে তারকাদের মধ্যে আছেন জুন মালিয়া, মানালি দে, সুদেষ্ণা রায়। তবে তাদের তৃণমূলের প্রার্থী করা হয়নি। মমতা জানিয়েছেন, ৮০ বছরের বেশি বয়সীদের প্রার্থী করা হচ্ছে না।

অন্যদিকে বিজেপিতেও যোগ দিয়েছেন টালিউড তারকারা। তাদের মধ্যে রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জি, হিরণ চট্টোপাধ‍্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার অন্যতম।

এ বিভাগের আরো খবর