টালিউডের অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাতের স্বামী নিখিল জৈনের দুটি ব্যবসায়িক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে এটি কোনো ব্যাংকের হিসাব নয়; এটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
এ নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন নিখিল। ঐ দুটি অ্যাকাউন্ট সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার করতেন নিখিল। অ্যাকাউন্টটি ব্যবহার করা হতো শাড়ি ও পোশাক বিক্রির জন্য।
নিখিলের ব্যবসায়িক এই দুই ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত। তবে নিখিল জানিয়েছে এবার নতুন নকশা নিয়ে নতুন মুখকে আনা হচ্ছে তার শাড়ির ব্র্যান্ডটিতে।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নিখিল বলেছেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমার ব্যবসায়িক দুটি ব্র্যান্ডেরই অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত পোস্টার এবং ফটোশুটের ছবি মুছে দেয়া হয়েছে। আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ করেছি। তারা জানিয়েছে, টাকার বিনিময়ে কলকাতা থেকেই কেউ এই কাজ করেছে। দ্রুতই তার নাম সামনে আসবে।’
নিখিলের দুই ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন নুসরাত জাহান। ছবি: সংগৃহীত
ঘটনাচক্রে ঠিক সেই সময়ে নিখিলের অ্যাকাউন্ট দুটি হ্যাক হলো যখন নুসরাতের সঙ্গে বিয়ে বিচ্ছেদের গুঞ্জন চলছে।
কিছুদিন আগে নিখিল গণমাধ্যমে জানিয়েছিলেন, তার আর নুসরাতের বিচ্ছেদ নিয়ে তিনি মুখ খুলবেন না।
নুসরাত জাহান। ছবি: সংগৃহীত
তবে শুক্রবারও সেই প্রসঙ্গ ওঠায় তিনি বলেছেন, ‘যেদিন বিয়ে বিচ্ছেদ হবে, সেদিন আমি ঠিক জানিয়ে দেব। এখনও সেই সময় আসেনি।’