বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপসী-অনুরাগের ৬৫০ কোটির হিসাব মিলছে না

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ মার্চ, ২০২১ ১৪:২২

আয়কর বিভাগ দাবি করেছে, প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্টরা আয়ের ৩০০ কোটি এবং শেয়ার কেনাবেচার ৩৫০ কোটি রুপির হিসাব দিতে পারছেন না।

ভারতীয় সরকারের আদেশে মুম্বাই ও পুনের বিশটিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। আর তাতেই ঝামেলায় পড়েছেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নুসহ বলিউডের আরও কয়েকজন। তারা সবাই ফ্যান্টম ফিল্মসের সঙ্গে জড়িত।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মসের ৬৫০ কোটি রুপির হিসাব মিলছে না। প্রতিষ্ঠানটি বক্স অফিস থেকে যে আয়ের হিসাব দিয়েছে তার সঙ্গে আয়কর বিভাগে জমা দেয়া হিসাবের অনেক পার্থক্য। কারচুপি করা হয়েছে শেয়ার লেনদেনেও।

অভিযুক্তদের তালিকায় আছেন অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, বিকাশ ভাল, বিক্রমাদিত্য মোতওয়ানে ও মধু মান্টেনা। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেছে ২০১৮ সালে।

আয়কর বিভাগ দাবি করেছে, প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্টরা আয়ের ৩০০ কোটি এবং শেয়ার কেনাবেচার ৩৫০ কোটি রুপির হিসাব দিতে পারছেন না।

তাপসী ও অনুরাগ এখন পুনেতে শুটিং করছেন। সেখানেই আয়কর বিভাগের সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এ নিয়ে সরগরম নেটপাড়া। একপক্ষ বলছে, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার কারণে তাপসী, অনুরাগের এই অবস্থা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, যারা কৃষক আন্দোলনের পক্ষে, তাদের ওপর আক্রমণ চলছে।

বুধবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তদন্তকারী সংস্থা তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালায়। এখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই।’

এ বিভাগের আরো খবর