বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতের গান ছুঁলো কোটি প্রাণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মার্চ, ২০২১ ১৯:৫১

ব্যান্ড তারকা হামিন আহমেদ বলেন, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, যখন প্রতিদিন একটি করে মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে তার পাশাপাশি এটাও হয়তো দর্শক-শ্রোতাদের কোথাও না কোথাও খুব আন্দোলিত করছে।’

ভাইরাল সংস্কৃতির যুগে ইতিবাচক কনটেন্টের চেয়ে বেশি নেতিবাচক কনটেন্টই ভাইরাল হতে দেখা যায়। আবার এর উল্টো চিত্র যে একেবারে দেখা যায় না, তাও না।

সম্প্রতি গান বাংলার ফেসবুক লাইভে একটি অনানুষ্ঠানিক গান আড্ডা ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এক সপ্তাহে এক কোটি দর্শক দেখেছেন সেই গান আড্ডা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে গান বাংলা কর্তৃপক্ষ।

গত ২৩ ফেব্রুয়ারি রাত এক টায় গান বাংলার লাইভে আসেন সংগীতশিল্পী তাপস, ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীতশিল্পী মিজান, আরেফিন রুমি, অটামনাল মুন, পারভেজ, অদিত, ঐশী, রেশমি, লুইপা, নাদিয়া ডোরা, দোলা, তাশফি, র‌্যাপার এবিডি ও শামিম হাসান।

দুটি ভিন্ন পোস্টে কোটি অরগানিক ভিউ হয় অনানুষ্ঠানিক সেই গান আড্ডা। এমন গান আড্ডার শ্রোতাপ্রিয়তাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন ইউনিভার্সিটি অব লিভারপুলের সিনিয়র রিসার্চ ফেলো এবং ইউল্যাব ইউনিভার্সিটির অধ্যাপক, জনসংস্কৃতি গবেষক সুমন রহমান।

গান বাংলার এমন আড্ডায় প্রায় নিয়মিতই উপস্থিত থাকেন ব্যান্ড তারকা হামিন আহমেদ। তিনি বলেন, ‘দর্শক-শ্রোতাদের দিক থেকে বলতে গেলে, এক সঙ্গে এতজন তারকা শিল্পী ক্যাজুয়ালি বসে গান গাওয়ার এমন দৃশ্য কেউ কখনও দেখেনি। দর্শকরাতো সবসময় সাজানো অনুষ্ঠান দেখে অভ্যস্থ। এখানে সম্পূর্ণ তার বিপরীত ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, যখন প্রতিদিন একটি করে মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে তার পাশাপাশি এটাও হয়তো দর্শক-শ্রোতাদের কোথাও না কোথাও খুব আন্দোলিত করছে।’

এ প্রসঙ্গে তাপস বলেন, ‘মানুষ যে ভালো কিছু চায় এবং তা পেলে সাদরে গ্রহণ করে তা এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো। আমাদের জনপ্রিয়তার এমন অবস্থান নিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। দর্শক-শ্রোতাদের জানাই আন্তরিক অভিবাদন।’

গান বাংলা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে বিভিন্ন গানের অনুষ্ঠান, কনসার্ট প্রচারিত হয়ে আসছে।

এ বিভাগের আরো খবর