নতুন ৪১টি ভারতীয় কনটেন্ট মুক্তির পরিকল্পনা নিয়েছে নেটফ্লিক্স। ২০২১ সালজুড়ে মুক্তি পাবে কনটেন্টগুলো। এর মধ্যে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির একটি প্রজেক্ট রয়েছে। যার নাম রে।
এটিই সৃজিতের প্রথম নেটফ্লিক্স প্রজেক্ট। সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে এটি নির্মিত হবে হিন্দি ভাষায়। সিরিজে অভিনয় করেছেন আলি ফজল, কে কে মেনন, মনোজ বাজপেয়ি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নেটফ্লিক্সের সঙ্গে নাকি বড় একটি চুক্তি হয়েছে কারান জোহরের। ৪১টির মধ্যে ৫টি কনটেন্ট প্রযোজনায় যুক্ত আছেন তিনি। যার মধ্যে মাধুরী দীক্ষিতের ফাইন্ডিং অনামিকা, আজিব দাস্তানাস, মীনাক্ষী সুন্দরেশ্বর, সার্চিং ফর শীলা এবং ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভসের দ্বিতীয় সিজন।
দিল্লি ক্রাইম, শি, জামতারা, মাসাবা মাসাবা, লিটল থিংস সিরিজগুলোর পরবর্তী সিজন আসবে চলতি বছরে। বম্বে বেগমস, ডিকাপলড, ফিলস লাইক ইশক, ইয়ে কালি কালি আঁখে আছে মুক্তির তালিকায়।
কার্তিক আরিয়ানের ধামাকা, অর্জুন কাপুর-রাকুল প্রীত সিংয়ের সর্দার কা গ্র্যান্ডসন এবং তাপসী পান্নু ও বিক্রান্ত মেসির হাসিন দিলরুবা প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে। কপিল শর্মার ওয়েব শোও পাওয়া যাবে এখানে।
‘রে’ কনটেন্টের দৃশ্যে মনোজ বাজপেয়ি (বাঁয়ে), সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত
ওটিটির জনপ্রিয়তা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে নতুন মুখ নিয়ে কাজ করার প্রবণতা। থিয়েটার ও বিভিন্ন অঞ্চলের শিল্পীদের গুরুত্ব বেড়েছে।
যেমন পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে আরণ্যক নামের কনটেন্টে। রাইমা সেনকে মাই নামের কনটেন্টের মাধ্যমে ওয়েবে দেখা যাবে প্রথমবার। রাভিনা ট্যান্ডনকেও প্রথমবার ওয়েবে দেখা যাবে।