চারবার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। জাতীয় স্বীকৃতি পাওয়ার পাশাপাশি পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। সীমানা পেরিয়ে তার কণ্ঠের জাদু পৌঁছে গেছে আরও বহু দূরে।
আরও এক অতুলনীয় প্রাপ্তি ঘটতে যাচ্ছে শ্রেয়ার। মা হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার তার ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন শ্রেয়া।
ছবি পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের খবরটি জানাতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করার এই মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।’
সন্তানের নামটি রাখা হয়েছে বাবা-মার নামের অংশ থেকে। মায়ের নাম শ্রেয়া ঘোষাল থেকে শ্রেয়া আর বাবার নাম শিলাদিত্য থেকে নেয়া হয়েছে দিত্য। এই দুই মিলে হয়েছে শ্রেয়াদিত্য।
ছবিতে দেখা যায় ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন শ্রেয়া। শেয়ারের পরপরই দ্রুত ভাইরাল হয়েছে ছবিটি। তিন ঘণ্টার মধ্যে ২ লাখ ৯৬ হাজার লাইক ও রিয়্যাক্ট পড়েছে ছবিটিতে। সেই সঙ্গে মন্তব্য পড়েছে ১৯ হাজারের বেশি।
সেখানে বেশির ভাগ মন্তব্যেই সন্তান আর শ্রেয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন সবাই। সাড়ে ৩ হাজারের বেশি শেয়ারও হয়েছে ছবিটি।
শ্রেয়ার জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। ১৬ বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন ও বিজয়ী হন। এই অনুষ্ঠান থেকেই শ্রেয়া ভারতের সংগীতাঙ্গনে নিজের খুঁটি পাকাপোক্ত করেন।
পাঁচ বছর আগে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়ের আগে ১০ বছর প্রেম করেছেন এই জুটি। সে কথাও অনেক সাক্ষাৎকারে বলেছেন শ্রেয়া। শিলাদিত্য পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ও একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই জুটি।