প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সিক্স নামে ছয় পর্বের এই ওয়েব সিরিজ প্রযোজনা করছে এলবিসি মিডিয়া। এটিই প্রতিষ্ঠানটির প্রথম ওয়েব সিরিজ।
মৌসহ একঝাঁক তারকা সিরিজটিতে অভিনয় করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি অভিনয় করবেন সিরজটিতে। আরও থাকবেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী। রেড পেড স্টুডিওর ব্যানারে সিরিজটি নির্মাণ করছেন তানিম পারভেজ।
নিউজবাংলাকে তানিম পারভেজ বলেন, ‘এটি আমার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর শুটিং শুরু হবে চট্টগ্রাম থেকে। কথা আছে ৬ মার্চ থেকে শুটিং শুরু করব। তবে অভিনয়শিল্পীদের সিডিউলের ঝামেলা থাকলে শুটিং এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।’
তিরি আরও জানান, সিক্স একটি মিশ্র ধরনের কনটেন্ট। এখানে থ্রিলার, ড্রামা ও সাই-ফাইয়ের মিশ্রন থাকবে।
ওয়েব সিরিজ সিক্সে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্তে শিল্পীরা। ছবি: সংগৃহীত
এলবিসির হেড অব অপারেশন অ্যান্ড সেলস্ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এলবিসি মিডিয়া বাংলাদেশে ইরোস নাউ ও আড্ডা টাইমস্ এর ডিস্ট্রিবিউশন পার্টনার। বাংলা সিনেমা, ওয়েব সিরিজ, নাটক ও সংগীত আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এলবিসির প্রধান লক্ষ্য। তারই ধারাবাহিকতায় আমরা নির্মাণ করতে যাচ্ছি ওয়েব সিরিজ সিক্স।’
এপ্রিল মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। কোন প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে তা এখনও নিশ্চিত করে বলেননি সংশ্লিষ্টরা।