জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ববিতা করোনা টিকা নিয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে টিকা নেন তিনি।
টিকা নেয়ার বিষয়টি বিকেলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ববিতা নিজেই।
ববিতা বলেন, ‘কয়েক ঘণ্টা আগে টিকা নিয়েছি। কোনো সমস্যা হয়নি। সুস্থ আছি এবং আমি খুবই খুশি। আমরা অনেক ভাগ্যবান, তাই টিকা পাচ্ছি। বড় বড় অনেক দেশেও এখনও সবাই টিকা পাচ্ছেন না।’
দর্শক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর উদ্দেশে ববিতা বলেন, ‘যারা সুযোগ পাচ্ছেন তারা টিকা নিয়ে নেন।’
হাসতে হাসতে ববিতা আরও বলেন, ‘আমার ছেলে কানাডায় থাকে। টিকা নিয়ে এসে কথা বললাম ওর সঙ্গে। ও বলল আমরা তো এখনও টিকা নিতে পারলাম না আর তোমরা নিয়ে নিলে। আমি ওকে বললাম দেশে এসে টিকা নিয়ে যাও।’
ষাটের দশকের শেষ দিকে শেষ পর্যন্ত সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় ববিতার।
এ পর্যন্ত ববিতা ৩৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর তিনি টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।