বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পপ শিল্পী জানে আলম মারা গেছেন

  •    
  • ২ মার্চ, ২০২১ ২৩:৩৮

পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। তার গাওয়া বিখ্যাত গানের অন্যতম ‘একটি গন্ধমের লাগিয়া, আল্লায় বানাইলো এই দুনিয়া’

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পীদের অন্যতম জানে আলম মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজবাংলাকে এটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

তিনি জানান, এক মাস আগে জানে আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর করোনা নেগেটিভ হলেও তিনি নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিল্পী।

সোহেল বলেন, ‘অবস্থার অবনতি হলে মঙ্গলবার জানে আলমকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সারাক্ষণ হাসিখুশি মানুষটা এভাবে হুট করে চলে যাবেন, ভাবতেও পারছি না।’

জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার এবং প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাকশনস।

পপ ও ফোকের মিশ্রণে তৈরি গান করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। তার গাওয়া বিখ্যাত গানের অন্যতম ‘একটি গন্ধমের লাগিয়া, আল্লায় বানাইলো এই দুনিয়া’।

মানুষের মুখে মুখে ফেরা তার গানগুলির মধ্যে আছে, ‘ইশকুল খুইলাছে রে মাওলা, ইশকুল খুইলাছে',’ ধরি ধরি সন্ধান করি, তুলে দিয়ে তোমার ছবি’।

তার নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা ও সুরে রয়েছে প্রায় ৩ হাজার গান।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের ভুবনে চিহ্নিত হন স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়েই পান জনপ্রিয়তা।

সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং আধ্যাত্মবাদ যুক্ত করে গান জানে আলমের বৈশিষ্ট্য।

বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান। অনেকেই তাকে ডাকতেন ‘পপ কিং’ নামে। দীর্ঘদিন ধরে নতুন কোনো গান বা অ্যালবাম রিলিজ দেননি তিনি।

এ বিভাগের আরো খবর