বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কনট্রাক্ট’ আসছে ১৮ মার্চ

  •    
  • ২ মার্চ, ২০২১ ২০:৫৬

প্রথম সিজনে নির্মাণ করা হয়েছে ছয়টি পর্ব। এর দ্বিতীয় সিজনও নির্মিত হবে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

মোহাম্মদ নাজীম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজের পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘কনট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ কনট্রাক্ট। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভে এটি মুক্তি পাবে ১৮ মার্চ।

মঙ্গলবার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির অফিসিয়াল পোস্টার। সঙ্গে ঘোষণা করা হয়েছে সিরিজটির মুক্তির তারিখ। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

পোস্টারে ব্যবহার করা হয়েছে আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরীর ছবি। নিউজবাংলাকে চঞ্চল বলেন, ‘এখানে কেউ পুলিশ নয়। এটি একটি রাজনৈতিক থ্রিলার।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি। তাছাড়া এখন তিনি রয়েছেন ঢাকার বাইরে।

এর আগে নিউজবাংলাকে নির্মাতা কৃষ্ণেন্দু জানিয়েছিলেন, প্রথম সিজনে ছয়টি পর্ব নির্মাণ করা হয়েছে। এর দ্বিতীয় সিজনও নির্মিত হবে।

সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম ব্ল্যাক রঞ্জু। চরিত্র সম্পর্কে লেখা হয়েছিল, ‘মাঝরাতে দরজায় নক পড়লে খুলবেন না। শহরে এসেছে নতুন আতঙ্ক ব্ল্যাক রঞ্জু।’

কনট্রাক্ট ওয়েব সিরিজের চার চরিত্র। ছবি: সংগৃহীত

শ্যামল মওলা অভিনীত চিরিত্রটির নাম বেগ। তার চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ‘বেগের গতিবেগ নিয়ে হিমশিম খাবে পুরো শহর!’

সিরিজে মিথিলা একজন রাজনীতিক। তার চরিত্র ‘রুমানা’ নিয়ে বলা হয়েছে ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে। কিন্তু ভালো কাজ কয়জনে করে!’

এ বিভাগের আরো খবর