ভারতে সংগীতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। প্রতিভা অন্বেষনের এই শো-এর ১২ তম সিজন চলছে। এর উপস্থাপনা করছিলেন গায়ক আদিত্য নারায়ণ। কিন্তু গত সপ্তাহের পর্বটিতে উপস্থাপনা করতে দেখা যায়নি তাকে।
আর এতে করেই শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি ইন্ডিয়ান আইডলের উপস্থাপনা থেকে সরে গেলেন তিনি?
এই গুঞ্জন আরও বেড়ে যায়, যখন গত সপ্তাহের পর্বটিতে উপস্থাপক হিসেবে দেখা যায় ভারতী সিং ও তার স্বামী হার্শ লিম্বাচিয়াকে। এতেই অনেকে ধরে নেন ইন্ডিয়ান আইডলের উপস্থাপকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আদিত্য।
শুরু হয় প্রচুর জল্পনা। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমেও হয়েছে নানা প্রতিবেদন। তবে শেষমেশ আদিত্য নিজেই খুললেন রহস্যের জট। জানিয়েছেন তার অনুপস্থিতির কারণ।
আদিত্য তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তার অনুপস্থিতির কারণ পরিষ্কার করেছেন। পোস্টে আদিত্য তার বন্ধু উপস্থাপক কমেডিয়ান ভারতী সিং ও হর্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে, আমার ডান পায়ের মাসলের গ্যাস্ট্রোকনেমিয়াস টিয়ার কারণে কাজের বাইরে ছিলাম।’ গ্যাস্ট্রোকনেমিয়াস টিয়ার মূলত পেশীতে একটি গুরুতর কিন্তু হঠাৎ আঘাত।
ফিরে আসার কথা নিশ্চিত করে আদিত্য লেখেন, ‘পর্ব দুটি নিশ্চয়ই ভালভাবে উপভোগ করেছেন। আমি আগামী পর্বে ফিরে আসছি।’