বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ধামাকা মুক্তি পাবে নেটফ্লিক্সে। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মটিতে যাত্রা শুরু হচ্ছে তার।
সিনেমাটি পরিচালনা করেছেন রাম মাধাবন। প্রযোজনা করেছে রনি স্ক্রুওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি।
১৯০টি দেশে নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।
ধামাকা সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে আরও অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, আম্রুতা সুভাষ ও বিকাশ কুমার।
সিনেমায় কার্তিককে দেখা যাবে সংবাদ উপস্থাপকের চরিত্রে। একটি রহস্যময় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। চলে টানটান উত্তেজনা।
এমন পরিস্থিতিতে কার্তিককে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। তার সামনে খোলা থাকে দুটি পথ। এর একটি ক্যারিয়ারের সাফল্য, অন্যটি মানবতা।
সিনেমাটির বিষয়ে পরিচালক রাম মাধাবন বলেন, ‘কার্তিক আরিয়ানের সঙ্গে আমি বেশ কয়েক বছর ধরে কাজ করতে চাইছিলাম। আমি খুবই আনন্দিত যে তিনি ধামাকায় কাজ করতে রাজি হয়েছেন। তিনি এ কাজে তার পুরোটা দিয়েছেন।’
কার্তিক আরিয়ান বলেন, ‘অভিনেতা হিসেবে ধামাকায় কাজ করা আমার জন্য অন্য রকম একটা অভিজ্ঞতা ছিল। রাম মাধাবন আমার নিজের সত্তাকে নতুন করে অনুসন্ধান করার সুযোগ করে দিয়েছেন।’
কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে ভুল ভুলাইয়া ২ সিনেমায়।