বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবার মা হচ্ছেন গ্যাল গ্যাদত

  •    
  • ২ মার্চ, ২০২১ ১২:৪৮

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে গ্যাদত জানান, তিনি আবারও মা হতে চলেছেন। ক্যাপশনে লেখেন, ‘আবারও শুরু।’

তৃতীয়বারের মতো মা হতে চলেছেন ওয়ান্ডার উইম্যান অভিনেত্রী গ্যাল গ্যাদত।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টে ছবি পোস্ট করে তিনি এ খবর জানান।

এর আগের দিনই তাকে দেখা গেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিতে। সে অনুষ্ঠানে তিনি পরেছিলেন সাদা রঙের গিভেঞ্চি সুইং মিনি ড্রেস। এই ফোলানো ড্রেসের কারণে তার বেবি বাম্প দৃশ্যমান ছিল না।

অনুষ্ঠানের পরদিনই গ্যাদত জানিয়ে দিলেন, তিনি আবারও মা হতে চলেছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আবারও শুরু।’

ছবিতে গ্যাল গ্যাদতকে দেখা যায় সপরিবারে। স্বামী জ্যারন ভারসানো ও সঙ্গে দুই মেয়ে ৯ বছরের আলমা এবং ৩ বছরের মায়ার সঙ্গে থাকা ছবিতে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

গোল্ডেন গ্লোবসের ৭৮তম আসরে গ্যাল গ্যাদত

গ্যাল গ্যাদতের সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তাদের মধ্যে আছেন হিলারি সোয়াঙ্ক ও জেসন মোমোয়া।

গ্যাল গ্যাদতের পরবর্তী সিনেমার মধ্যে আছে জ্যাক স্নাইডার’স জাস্টিস লিগ। এ সিনেমায় আরও আছেন জ্যারেড লেটো, হেনরি ক্যাভিল, রে ফিশার, জেসন মোমোয়া, বেন অ্যাফলেক ও ইজরা মিলার।

গ্যাল গ্যাদত অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ওয়ান্ডার উইম্যান ১৯৮৪। বক্স অফিস অনুযায়ী সিনেমাটি বিশ্বব্যাপী ১৬ কোটি ১৩ লাখ ডলার আয় করে।

এ বিভাগের আরো খবর