তৌকীর আহমেদ পরিচালিতস্ফুলিঙ্গ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে সোমবার রাতে। ট্রেলার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে সিনেমায় ১৯৭১ ও বর্তমান সময়কে দেখানো হয়েছে।
মূলত দুই সময়ের তরুণদের দেশের জন্য ভালোবাসার এবং কাজ করতে এগিয়ে আসার গল্পই স্ফুলিঙ্গ। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। তবে এর আগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে।
স্ফুলিঙ্গ সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মওলা, রওনক হাসান, জাকিয়া বারী মম ও পরীমনি।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া নিয়ে কোনো দুঃশ্চিন্তা কাজ করছে কি না জানতে চাইলে তৌকীর আহমেদ নিউজবাংলাকে বলেছিলেন, ‘প্রথম দিকে দর্শকরা সাড়া কম দিতেই পারেন। তবে সিনেমাটি যদি ভালো হয় তাহলে হলেই হোক বা অনলাইন প্ল্যাটফর্মে, তারা অবশ্যই দেখবেন।’
স্ফুলিঙ্গ সিনেমার শুটিং শুরু হয় গত ১১ ডিসেম্বর। ২৩ দিনেই শেষ হয় শুটিং।
স্ফুলিঙ্গ সিনেমার দৃশ্যে শ্যামল মওলা ও পরীমনি। ছবি: সংগৃহীত
স্ফুলিঙ্গ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে রোববার জানানো হয়, এ সিনেমায় প্রথম বারের মতো অভিনয় করেছেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ। অভিনয়ের পাশাপাশি তিনি এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন। ট্রেলারে পরীমনিকেও দেখা গেছে স্টেজে গান করতে।
স্ফুলিঙ্গ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
স্ফুলিঙ্গ সিনেমার দৃশ্যে পরীমনি, শ্যামল মওলা ও পিন্টু ঘোষ। ছবি: সংগৃহীত