বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিসের অস্ত্রোপচার করাচ্ছেন অমিতাভ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩০

ব্লগে শনিবার রাতে অমিতাভ লিখেন, ‘চিকিৎসাধীন অবস্থা…সার্জারি…লিখতে পারছি না।’ একই রাতে অমিতাভ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যাতে তাকে গালে হাত রাখা অবস্থায় দেখা যায়।

অস্ত্রোপচার করাচ্ছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের ব্লগে জানিয়েছেন এ খবর। কিন্তু কিসের অস্ত্রোপচার তা জানাননি ‘বিগ বি’।

শনিবার রাতে ব্লগে অমিতাভ লিখেন, ‘চিকিৎসাধীন অবস্থা…সার্জারি…লিখতে পারছি না।’

মধ্যরাতে অমিতাভ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে গালে হাত রাখা অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘!!!!????’

শনিবার তিনি টুইটারেও একটি বার্তা দেন যেখানে পরিষ্কার করে বোঝা যায় না তিনি আসলে কী বিষয়ে লিখেছেন। টুইটটি ছিল, ‘কিছু বিষয় অনাবশ্যক হয়ে গেছে; কিছু বিষয়ের উন্নতি হতে যাচ্ছে; এটাই জীবনের পরিণতি।’

এই টুইটের কমেন্টে অমিতাভের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে দেখা যায় ভক্তদের। একজন লিখেছেন, ‘জলদি সুস্থ হয়ে উঠুন অমিত জি। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

অন্য একজন লিখেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্য বচ্চনসহ তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

৭৮ বছর বয়সী এ অভিনেতার কাজ করার কথা আছে বিকাশ বাহলের পরবর্তী সিনেমায়। এ ছাড়া অমিতাভ অভিনীত চেহেরে ও ঝুন্ড মুক্তির অপেক্ষায় আছে।

চেহেরে মুক্তি পাবে ৩০ এপ্রিল। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, আন্নু কাপুর, ক্রিস্টাল ডি সুজা ও ধৃতিমান চক্রবর্তী।

এ বিভাগের আরো খবর