জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি একত্রিত হচ্ছেন নতুন সিনেমার কাজে। ওশান’স ইলেভেন সিনেমার পর রোমান্টিক কমেডিধর্মী টিকেট টু প্যারাডাইস সিনেমায় এই পুরনো দুই বন্ধুকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
মাম্মা মিয়া! হিয়ার উই গো এগেইন সিনেমার পরিচালক ওল পার্কার এ সিনেমাটি পরিচালনা করবেন। এ বছরেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনকেন্দ্রিক ওয়েবসাইট ভ্যারাইটি।
জর্জ ও জুলিয়া অভিনয় করবেন বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী-স্ত্রীর চরিত্রে, যারা ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছায় তাদের মেয়েকে এমন এক ভুল করা থেকে আটকাতে, যে ভুল তারা নিজেরাই একটি সময় তাদের জীবনে করেছিল।
জর্জ ও জুলিয়া একসঙ্গে আরও একটি সিনেমায় অভিনয় করেছিলেন যেটি পরিচালনা করেন সাইলেন্স অফ দ্য ল্যাম্ব খ্যত অভিনেত্রী জুডি ফস্টার। সিনেমাটির নাম মানি মনস্টার।
জর্জ ক্লুনিকে শেষ দেখা যায় তারই পরিচালিত সায়েন্স ফিকশন দ্য মিডনাইট স্কাই নেটফ্লিক্স সিনেমায়।
অ্যামাজন সিরিজ হোমকামিংয়ে শেষ কাজ করেছেন জুলিয়া রবার্টস। তার আগামী কাজের মধ্যে রয়েছে, টেলিভিশন সিরিজ গ্যাসলিট, যেখানে তিনি মার্থা মিচেলের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া হোয়াইট বার্ড নামের সিনেমাতেও দেখা যাবে প্রিটি ওম্যান খ্যাত এ অভিনেত্রীকে।