বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃত্যুরহস্য উন্মোচনে বেল ও পো

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:১৬

বয়স্ক ও অভিজ্ঞ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করবেন বেল। তার সহযোগী হিসেবে থাকবেন মনোযোগী একজন যুবক ক্যাডেট, যিনি পরবর্তী সময়ে জনপ্রিয় লেখক হিসেবে বিশ্বে পরিচিতি পান।

আউট অফ দ্য ফার্নেস ও হোস্টাইলসের পর ক্রিস্টিয়ান বেল ও পরিচালক স্কট কুপার একসঙ্গে কাজ করবেন আরও একটি সিনেমায়। লেখক লুই বেয়ার্ডের লেখা দ্য পেইল ব্লু আই উপন্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে একই নামে সিনেমাটি নির্মাণ করা হবে।

সিনেমার চিত্রনাট্য করেছেন স্কট কুপার। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রস ক্রিক পিকচার্সের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন বেল, কুপার ও জন লেশার।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদননির্ভর ওয়েবসাইট ডেডলাইন এসব তথ্য জানিয়েছে।

থ্রিলারধর্মী দ্য পেইল ব্লু আই গল্পটি শুরু হয় ১৮৩০ সালে, যখন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমিতে একের পর এক খুন হতে থাকে। সে খুনের রহস্য ভেদ করতে চেষ্টা করে গোয়েন্দা পুলিশ।

বয়স্ক ও অভিজ্ঞ গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করবেন বেল। তার সহযোগী হিসেবে থাকবেন মনোযোগী একজন যুবক ক্যাডেট, যিনি পরবর্তী সময়ে জনপ্রিয় লেখক হিসেবে বিশ্বে পরিচিতি পান। সেই যুবকটি বাস্তবের এডগার অ্যালেন পো।

পরিচালক স্কট কুপার বলেন, ‘যদিও এডগার অ্যালেন পোর জন্ম হয়েছে বোস্টনে এবং মৃত্যু হয়েছে বিকারগ্রস্ত অবস্থায় বাল্টিমোরে, তার জীবনের বেশিরভাগ সময় পার হয়েছে ভার্জিনিয়াতে, যে স্টেটে আমার জন্ম। আমি বেড়ে উঠেছি তার (এডগার অ্যালেন পো) উপস্থিতিতে।

‘গোয়েন্দাধর্মী গল্প উনার থেকেই আমরা পেয়েছি। তিনি এখনও আমাদের সংস্কৃতির মাঝে উপস্থিত। প্রত্যেক হরর, রহস্য ও সায়েন্স ফিকশন গল্পকার তার কাছে চিরঋণী। একজন সিরিয়াল কিলারকে গল্পের কেন্দ্রে রেখে মৃত্যুরহস্য উন্মোচন না করে একটা গল্প বলার চেষ্টা করব এ সিনেমায়।’

তিনি বলেন, ‘আমি এমন সিনেমা বানাতে চাই যা আমাকে ভিন্ন এক জায়গায় নিয়ে যাবে, হয়তো অস্বস্তিকর অবস্থায়। কিন্তু আমি খুব খুশি যে সেখানে ক্রিস্টিয়ান আমার সঙ্গে থাকবে। ১০ বছরেরও বেশি সময় ধরে আমি এ সিনেমাটা বানাতে চাইছি। আমার সৌভাগ্য যে ক্রিস্টিয়ান এখন এ চরিত্রটি করার জন্য পরিপূর্ণভাবে বয়স্ক হয়েছেন।

‘আমি প্রথম যখন এ সিনেমার কথা ভাবি তখন সে বয়সে খুব ছোট ছিল এ চরিত্রের জন্য। সিনেমা তৈরি করতে হয় সঠিক সময়ে। ক্রিস্টিয়ানের চাহিদা বেশি। কিন্তু এ সিনেমাটি তার সঙ্গে করতে পেরে আমি অনেক খুশি।’

স্কট কুপার কাজ শেষ করেছেন গুয়েলার্মো দেল টরো প্রযোজিত হরর সিনেমা অ্যান্টলার্স-এর। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

ক্রিস্টিয়ান বেলকে শেষ দেখা যায় ফোর্ড ভার্সেস ফেরারি সিনেমায়। তিনি এখন কাজ করছেন থর: লাভ অ্যান্ড হান্টার এবং ডেভিড ও রাসেলের নাম ঠিক না হওয়া সিনেমায়।

এ বিভাগের আরো খবর