বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যর্থ মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিষেক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১২

সিনেমার নাম দাসভি। এ সিনেমায় অভিষেককে দেখা যাবে গঙ্গারাম চৌধুরীর চরিত্রে, যিনি ভারতের দশম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন বলেও রটনা আছে।

দ্য বিগ বুল ও বব বিশ্বাস সিনেমার পর অভিষেক বচ্চন শুরু করেছেন নতুন সিনেমার কাজ।

সিনেমার নাম দাসভি। এ সিনেমায় অভিষেককে দেখা যাবে গঙ্গারাম চৌধুরীর চরিত্রে, যিনি ভারতের রাজস্থানের দশম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন বলেও রটনা আছে।

অভিষেক বচ্চন দশভি সিনেমায় তার প্রথম লুকও প্রকাশ করেছেন কিছুদিন আগে। ভারতের আগ্রায় এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

শুটিং সেট থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সে ছবিতে অভিষেককে দেখা যায় সাদা পায়জামা-পাঞ্জাবি ও হাফ কোট পরা অবস্থায়।

বলিউড হাঙ্গামা জানায়, অভিষেক এখন শুটিং করছেন আগ্রার কেন্দ্রীয় কারাগারে। তিনি আগামী এক মাস আগ্রায় শুটিং করবেন।

রাজনৈতিক প্রেক্ষাপটের কমেডিধর্মী দাসভি সিনেমাটি পরিচালনা করছেন তুষার জালোটা। সিনেমায় বর্তমান সমাজে শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

দাসভি সিনেমায় আরও অভিনয় করছেন ইয়ামি গৌতম ও নিমরাত কউর।

এ বিভাগের আরো খবর