বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পাঠানে’র শুটিং শুরু করছেন শাহরুখ-সালমান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৪৮

২৫ ফেব্রুয়ারি থেকে মুম্বাইতে পাঠান সিনেমার শুটিং শুরু করেছেন বলিউড ভািইজান সালমান খান। সালমানের সবগুলো দৃশ্যই শাহরুখের সঙ্গে।

সিদ্ধার্থ আনন্দর পাঠান সিনেমা নিয়ে গরম বলিউড পাড়া। হবেই বা না কেন? বলিউডের বড় দুই খান, সালমান ও শাহরুখকে এক সঙ্গে দেখা যাবে এ সিনেমায়।

২৫ ফেব্রুয়ারি থেকে মুম্বাইতে সালমান খান শুটিং শুরু করেছেন পাঠান সিনেমার। বলিউড হাঙ্গামা জানায়, সালমান খান পাঠান সিনেমায় তার জনপ্রিয় টাইগার সিনেমার অবিনাশ সিং রাঠোর বা টাইগার চরিত্রে অভিনয় করবেন।

১০-১২ দিন সময় লাগবে সালমানের শুটিং শেষ হতে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সালমানের সবগুলো দৃশ্যই শাহরুখের সঙ্গে।

যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত বছর নভেম্বর থেকে। পাঠান সিনেমার মধ্য দিয়ে শাহরুখ খান দুই বছর পর অভিনয়ে ফিরেছেন।

সিনেমার শুটিং করা হয়েছে দুই ভাগে। সে শুটিংয়ে অংশ নিয়েছেন শাহরুখসহ দীপিকা পাডুকোন ও খলচরিত্রের জন আব্রাহাম। শাহরুখ ও দীপিকা অভিনয় করবেন গোয়েন্দা চরিত্রে।

সালমান খান পাঠানের শুটিং শেষ করবেন ৬ মার্চ। এরপর তিনি শুরু করবেন মনিশ শর্মা পরিচালিত টাইগার ৩ সিনেমার কাজ। এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।

টাইগার ৩ সিনেমার শুটিংও মুম্বাইতে যশ রাজ ফিল্মসের স্টুডিওতে হবে। এ সিনেমার খলচরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি।

এ বিভাগের আরো খবর