বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাঙ্গুবাই কাথিয়াওয়াদি মুক্তির তারিখ চূড়ান্ত

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২১

পরিচালকের জন্মদিনের দিন, বুধবার সিনেমা মুক্তির তারিখ জানানো হলো টিজার প্রকাশের মাধ্যমে। গাঙ্গুবাই কাথিয়াওয়াদি মুক্তি পাচ্ছে ৩০ জুলাই।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াদি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে অবশেষে।

পরিচালকের জন্মদিনের দিন, বুধবার সিনেমা মুক্তির তারিখ জানানো হলো টিজার প্রকাশের মাধ্যমে।

গাঙ্গুবাই কাথিয়াওয়াদি মুক্তি পাচ্ছে ৩০ জুলাই।

সিনেমাটি এ বছরের এপ্রিল ৩০ ও ২১ মে এর মাঝামাঝি সময়ে মুক্তি দেয়ার কথাও ভেবেছে সিনেমা সংশ্লিষ্টরা। কিন্তু সঞ্জয় লীলা মনে করেন সিনেমাটি এর মধ্যে মুক্তির জন্য তৈরি হবে না। তাই তারিখ আরও দুই মাস পিছিয়ে জুলাই মাসে নেয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, এখনও ১২ থেকে ১৫ দিনের শুটিং বাকি আছে। বিশেষ করে অজয় দেবগণের চরিত্র করিম লালার অংশটুকু। ফেব্রুয়ারি মাসেই তারা বাকি অংশের শুটিং শুরু করবেন।

আলিয়া ভাট এ সিনেমায় অভিনয় করেছেন প্রধান চরিত্রে। কামাথিপুরার পতিতালয়ের প্রধান গাঙ্গুবাই কোঠেওয়ালির চরিত্রে অভিনয় করবেন আলিয়া।

সিনেমাটির গল্প নেয়া হয়েছে হোসেন জাহিদির মাফিয়া কুইনস অফ মুম্বাই বই থেকে।

তবে গাঙ্গুবাই কাথিয়াওয়াদি সিনেমার মুক্তির তারিখের দিন আরও একটি সিনেমা মুক্তি পাবে। তা হলো, প্রভাস অভিনীত রাঁধে শ্যাম।

আলিয়া ভাটের অন্যান্য সিনেমাগুলোর মধ্যে আছে, তাখত, ব্রহ্মাস্ত্র ও আরআরআর।

এ বিভাগের আরো খবর