এক বছর পর অভিনয়ের জন্য ক্যামেরার সমানে দাঁড়ালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলী। সিনেমার নাম চোখ। এটি পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং।
মজার ব্যাপার হলো, জুটি হয়ে শেষ যার সঙ্গে ক্যামেরার সমানে দাঁড়িয়েছিলেন বুবলী, সেই নিরবের সঙ্গেই এক বছর পর জুটি হয়ে ফিরেছেন তিনি।
এর আগে ক্যাসিনো নামের সিনেমায় প্রথম জুটি হয়ে অভিনয় করেন নিরব বুবলী। সেই সিনেমার শেষ শুটিং হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সিনেমাটির দৃশ্যধারণের পর বুবলী চলে যান আড়ালে। একই সঙ্গে শুরু হয় করোনা মহামারি।
নতুন চোখ সিনেমার শুটিং শুরু হয়েছে নারায়ণগঞ্জে। নিরব জানান, টানা পাঁচ দিনের দৃশ্যধারণে অনেক অংশের শুটিং শেষ করে ফেলেছেন তারা। রোমান্টিক হরর ঘরানার সিনেমা হবে চোখ।
বুবলী এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেও নিরব কিন্তু তুমুল ব্যস্ত সিনেমা নিয়ে। কসাই নামের একটি সিনেমার দৃশ্যধারণ শেষে তিনি অংশ নেন চোখ সিনেমার দৃশ্যধারণে। মার্চের প্রথম দিন থেকে তিনি অংশ নেবেন রোজিনা পরিচালিত ফিরে দেখা সিনেমায়।
অন্যদিকে বুবলীও ধীরে ধীরে ব্যস্ত হচ্ছেন সিনেমায়। এক বছর পর ফিরে তিনি শুরু করেছেন চোখ সিনেমায় শুটিং। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন লিডার- আমি বাংলাদেশ সিনেমায়। সিনেমাটির শুটিং কবে থেকে শুরু হবে তা চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে মার্চের শেষের দিকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।