দেশে তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এবার তিনি খুঁজে পেলেন তার প্রেমিকা। উপন্যাসে মাসুদ রানার প্রেমিকার নাম সোহানা। তিনিও কাজ করেন দেশের সিক্রেট এজেন্ট অফিসে।
মাসুদ রানা উপন্যাস সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। সিনেমার বাংলাদেশি সংস্করণ পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন রাসেল রানা।
কিন্তু সোহানা চরিত্রে কে অভিনয় করবেন তা এতদিন চূড়ান্ত ছিল না। মঙ্গলবার সেই নামটি চূড়ান্ত করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সোহানা চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কমব্যাট অ্যাকশনের জন্য পূজা অনেক দিন ধরেই কঠোর পরিশ্রম করেছে। সিনেমায় তার শারীরিক ভাষা যেন আরও বাস্তবসম্মত হয় সে জন্য অনেক দিন ধরেই প্রস্তুতির মধ্যে ছিলেন তিনি।
২৬ ফ্রেব্রুয়ারি চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে মাসুদ রানা সিনেমার দৃশ্যধারণ। চট্টগ্রাম ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও ইন্দোনেশিয়ায় হবে সিনেমার শুটিং। সিনেমায় আরেক স্পাই নবনীতা চরিত্রে অভিনয় করবেন নবাগত সৈয়দা তিথি অমনি।
মাসুদ রানা উপন্যাস সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে আরেকটি সিনেমা নির্মিত হবে। যার নাম এমআরনাইন। সেই সিনেমাটির সঙ্গে যুক্ত হলিউডের একটি টিম। এমআরনাইন পরিচালনা করবেন আসিফ আকবর।