চঞ্চল, শুভ, শ্যামল। সবার হাতেই অস্ত্র। আর যেখানে ক্ষমতা, সেখানেই রাজনীতি; কোনো নেতা বা নেত্রী। তাই হয়েছে। কন্ট্রাক্ট নামের ওয়েব সিরিজে যে ছবিগুলো প্রকাশ পেয়েছে, সেগুলো দেখে তাই মনে হয়।
সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন একটি চরিত্রের ছবি। চরিত্রটির নাম রুমানা। রাজনৈতিক নেতার এই চরিত্রটিতে অভিনয় করেছেন রাফিয়াত রশীদ মিথিলা।
ছবিটি ফেসবুকে পোস্ট করে মিথিলা লিখেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে। কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা?’
অর্থাৎ সিরিজে মিথিলা অভিনয় করেছেন রুমানা চরিত্রে।
এর আগে প্রকাশ পেয়েছে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী ও শ্যামল মওলার ছবি। ছবির পাশাপাশি প্রত্যেক চরিত্র সম্পর্কে অল্প করে ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে।
চঞ্চল চৌধুরীর ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘মাঝরাতে দরজায় নক পড়লে খুলবেন না। শহরে এসেছে নতুন আতঙ্ক ব্ল্যাক রঞ্জু। কে এই ব্ল্যাক রঞ্জু?’
শ্যামল মওলার ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বেগের গতিবেগ নিয়ে হিমশিম খাবে পুরো শহর! কে এই বেগ?’
এসবই জানা যাবে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভের মাধ্যমে। এই চরিত্রগুলোর কাহিনি নিয়ে নির্মিত ওয়েব সিরিজটি মুক্তি পাবে সেখানে।
মোহাম্মদ নাজীম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজের পলিটিক্যাল থ্রিলারধর্মী ‘কনট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটির কাহিনি। এটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
নিউজবাংলাকে কৃষ্ণেন্দু বলেন, ‘এক মাসের মধ্যেই সিরিজটি মুক্তি পাবে। প্রথম সিজনে ছয়টি নির্মাণ করা হয়েছে। এর দ্বিতীয় সিজনও নির্মিত হবে।
‘আর ছবিতে সবার হাতে অস্ত্র থাকার মানে কিন্তু এই না যে, সবাই খারাপ মানুষ। আর এখানে নেত্রীর কী কাজ সেটা জানতে সিরিজটি দেখতে হবে।’