বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগ্রহ বাড়িয়ে দিল প্রভাসের লুক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:১৮

অনেকে ধারণা করছেন যে, রাধে শ্যাম ছবিতে প্রভাসের লুক প্রকাশ করা হয়েছে। কিন্তু না, প্রকাশিত লুকটি যে আদিপুরুষের তা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। আর সে কারণেই বেছে বেছে সিনেমায় যুক্ত হচ্ছেন প্রভাস। সম্প্রতি প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন একটি লুক। আর তাতেই ভক্ত-দর্শকের আগ্রহ যেন আকাশ ছুঁতে চাইছে।

ধারণা করা হচ্ছে প্রভাসের প্রকাশিত লুকটি আদিপুরুষ সিনেমার। ছবিতে দেখা যাচ্ছে প্রভাস একটি ক্যাপ পরে আছেন; চোখে সানগ্লাস। মেকআপের মাধ্যমে তাকে আরও সুদর্শন করার বদলে ডিগ্ল্যাম করা হয়েছে।

কিছুদিন আগেই প্রভাস শেষ করেছেন তাররাধে শ্যাম সিনেমার শুটিং। অনেকে ধারণা করছেন, সেই ছবিতে প্রভাসের লুক প্রকাশ করা হয়েছে। কিন্তু না, প্রকাশিত লুকটি যে আদিপুরুষের তা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ওম রাউত পরিচালিত আদিপুরুষ সিনেমাটি অনেক বড় ক্যানভাসের এবং বড় বাজেটের। সিনেমায় প্রভাস অভিনয় করবেন লঙ্কেশ চরিত্রে। রামায়ন অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা।

সিনেমায় সিতা চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন। আরও আছেন সাইফ আলি খান। এতে আবারও খল চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেতা সানি সিং নিজার আছেন সিনেমায়, তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।

আদিপুরুষ সিনেমার শুটিং শুরু হলেও এখন বন্ধ আছে। কারণ, সাইফ আলী খান রয়েছেন পিতৃত্বকালীন ছুটিতে। রোববার তিনি দ্বিতীয় ছেলেসন্তানের বাবা হয়েছেন। ছুটি থেকে ফিরলেই আবার শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।

এ বিভাগের আরো খবর