ভারতের সিনেমা হলগুলো খুলে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একে একে নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করছেন প্রযোজক ও পরিচালকরা।
জন আব্রাহামের নতুন তিনটি সিনেমা মুক্তি দেয়া হবে ২০২১ সালে। সিনেমা তিনটি হলো- মুম্বাই সাগা, অ্যাটাক ও সত্যমেভ জয়তে।
মুম্বাই সাগা সিনেমায় জন আব্রাহামের সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি। সিনেমাটি হলে মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।
সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, সিনেমা হল বন্ধ থাকার কারণে এটি মুক্তি দেয়ার কথা ছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু এখন যখন শতভাগ দর্শক নিয়ে সিনেমা হল চালু হওয়ার পরিস্থিতি রয়েছে, তাই সিনেমাটির প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন হলে মুক্তি দেয়ার।
মুম্বাই সাগা সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওর কাছে ৬৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছিল।
সঞ্জয় গুপ্ত পরিচালিত মুম্বাই সাগা সিনেমাটি আশির দশকের বোম্বের মুম্বাই হয়ে ওঠার গল্প বলবে। মুম্বাইয়ের গ্যাংস্টারদের গল্পও দেখানো হবে এ সিনেমায়।
ইমরান হাশমি এ সিনেমায় পুলিশের চরিত্রে ও জন আব্রাহাম মুম্বাইয়ের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, সঙ্গিতা আহির ও অনুরাধা গুপ্ত।