অদ্ভুত এলিয়েন পিকে। যে হঠাৎ করেই পৃথিবীতে এসে মানুষদের শিখিয়ে যায় জীবনকে নতুন ভাবে পরিচালনা করার কিছু উপায়।
২০১৪ সালে মুক্তি পাওয়া আমির খান ও আনুশকা শর্মা অভিনীত সিনেমাটি তুমুল ব্যবসা করে। সিনেমার শেষে দেখা যায় পিকে আবার পৃথিবীতে ফিরে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে তার এক বন্ধু। সে বন্ধুর চরিত্রে ছিলেন রণবীর কাপুর।
দর্শকরা ধারণা করেছিল এ সিনেমার দ্বিতীয় পর্ব নির্মাণ করা হবে। দর্শকদের ধারণা ঠিক প্রমানিত করে পিকে ২ সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। প্রথম কিস্তিও তিনিই প্রযোজনা করেছিলেন।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিধু বিনোদ চোপড়া পিকে সিনেমার সিকুয়্যাল নির্মাণ করবেন। সিনেমাটির শেষে রণবীর কাপুরকে ইচ্ছা করেই রেখেছিলেন যেন পরবর্তীতে গল্পটা এগিয়ে নেয়া যায়।
বিধু বিনোদ জানান, অভিজাত জোশি নতুন সিনেমার গল্প লেখা এখনও শেষ করেননি। তিনি গল্প লেখা শেষ করলেই সিনেমাটি বানিয়ে ফেলবেন।
তিনি আরও বলেন, ‘আমরা টাকার জন্য ব্যবসা করি না বরং সিনেমা নির্মাণের জন্য ব্যবসা করি। টাকার জন্যই যদি সিনেমা বানাতাম, তাহলে মুন্না ভাই সিনেমার আরও ছয়-সাত পর্ব বা পিকে সিনেমার দুই-তিন পর্ব নির্মাণ করতাম।’
পিকে সিনেমার প্রথম কিস্তিতে নাম ভূমিকায় অভিনয় করেন আমির খান। দ্বিতীয় কিস্তিতে তাকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত করেনি কোনো সূত্র।
এর আগে রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন রণবীর কাপুর। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু সিনেমায় হিরানির পরিচালনায় কাজ করেছেন রণবীর।