বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন অতিথি এলো নবাব পরিবারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৭

সাইফিনার ছোট ছেলের নাম রাখা হয়নি এখনও। তবে তৈমুরের ছোট ভাইয়ের জন্য আগে থেকে ঠিক করে রাখা হয়েছে নতুন ঘর ও প্রয়োজনীয় সবকিছুই। তাকে উপলক্ষ করে সাজানো হয়েছে সাইফনার নতুন বাড়ি।

অপেক্ষার পালা শেষ। নতুন অতিথি এসেছে নবাব পতৌদি পরিবারে। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন ছোট নাবাব সাইফ আলী খান ও বলিউড বেগম কারিনা কাপুর খান। ছোট ভাই পেয়েছে তৈমুর আলী খান।

রোববার সকাল ভারতীয় সময় ৮টা ৩০ মিনিটে এই সুখবর আসে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন করিনা কাপুর খান। গত বছর আগস্টে নতুন অতিথির আসার খবর দিয়েছিলেন সাইফ-কারিনা দম্পতি।

সাইফিনার ছোট ছেলের নাম রাখা হয়নি এখনও। তবে তৈমুরের ছোট ভাইয়ের জন্য আগে থেকে ঠিক করে রাখা হয়েছে নতুন ঘর ও প্রয়োজনীয় সবকিছুই। তাকে উপলক্ষ করে সাজানো হয়েছে সাইফনার নতুন বাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে লাইব্রেরি, সুইমিংপুল, নার্সারিসহ নতুন এক রাজকীয় বাসায় থাকা শুরু করেছেন সাইফ, কারিনা, তৈমুর। সেখানে তৈমুরের জন্য রয়েছে আলাদা জায়গা।

দ্বিতীয়বার মা হওয়ার কিছুদিন আগেই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন কারিনা। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিকে তিনি অভিনয় করেছেন লাল সিং চড্ডা সিনেমায়। এ ছাড়া অংশ নিয়েছেন বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে। পূর্ণ গর্ভাবস্থার বিভিন্ন ছবি তাকে পোস্ট করতে দেখা গেছে ইনস্টাগ্রামে।

খেলনা হাতে ঘরে ফিরে যাচ্ছেন সাইফ আলী খান ছবি: সংগৃহীত

কারিনা প্রথমবার মা হন ২০১৬ সালে। ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করে তৈমুর আলী খান। সাল ও মাস ভিন্ন হলেও সংখ্যার বিচারে বড় ভাইয়ের জন্মের ঠিক এক দিন পরেই অর্থাৎ ২১-এ এলেন ছোট ভাই।

এ বিভাগের আরো খবর