বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি নতুনদের সঙ্গে কাজ করতে চাই: শাকিব

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:২২

বুবলির সঙ্গে নতুন ছবির মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, হাজার হাজার ছবি দিয়ে না, শ শ ছবি দিয়ে না। একটি ভালো সিনেমা আরও দশটা ভালো সিনেমা করার উৎসাহ জোগায়।

নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান। আড়াল থেকে নায়িকা বুবলির ফিরে আসার পর তাকে নিয়েই নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব।

বৃহস্পতিবার এ জুটির নতুন সিনেমা লিডার-আমিই বাংলাদেশ-এর মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিব খান কথা বলেন বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান অবস্থা নিয়ে।

কীভাবে বাংলাদেশি সিনেমার বাজেট দিন দিন কমে আসছে, তাই নিয়ে শাকিব খান বলেন, ‘মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি ৩০০-৪০০ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, আর আমার দেশের সিনেমা এখন ১০ লাখ ২০ লাখ টাকায় নেমে এসেছে।’

সম্প্রতি একজন বিনিয়োগকারীর একসঙ্গে ১০০ ছবি প্রযোজনার ঘোষণা দেয়ার প্রসঙ্গ ধরে শাকিব খান বলেন, ‘ভাই, না খেয়ে মরছে, মানুষগুলোকে আমি কাজ দিচ্ছি। তোমার কাজ দেয়ার কোনো দরকার নাই, স্টুপিড। তুমি কে কাজ দেয়ার? আমার ১০০-৫০০ সিনেমার দরকার নেই। আমার একটি সিনেমা দরকার।’

লিডার-আমিই বাংলাদেশ সিনেমাটি পরিচালনা করবেন নবীন পরিচালক তপু খান। এটি তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মহরত অনুষ্ঠানে শাকিব বলেন, তিনি নতুনদের সঙ্গে কাজ করতে সব সময় আগ্রহী।

শাকিব বলেন, ‘আমি সব সময় চাই নতুনদের সঙ্গে কাজ করতে। আমি সেই নতুনের সঙ্গেই কাজ করতে চাই, যার মধ্যে আমি স্বপ্ন দেখি।

‘আমি সেই নতুনের সঙ্গে কাজ করতে চাই না, যে বলবে, “ভাই আমি একটা সিনেমা বানাইতে চাই।” – না! আমি সেই নতুনের সঙ্গেই সব সময় হাঁটতে চাই, চলতে চাই, যে নতুন আমাকে নতুন পথচলা শেখায়, নতুন একটা গল্প শোনায়। আমার কাছে মনে হয় ওয়াও! এটা তো নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে!’

শাকিব খান মনে করেন, ভালো মানের চলচ্চিত্র হওয়া উচিত একটি। তা থেকে উৎসাহিত হয়ে আরও দশটি ভালো ছবি বাজারে আসবে।

তিনি বলেন, ‘আমি সব সময় দেখেছি, চলচ্চিত্র যখন টার্ন করেছে, একটি ভালো ছবি দিয়েই টার্ন করেছে। হাজার হাজার ছবি দিয়ে না, শত শত ছবি দিয়ে না। একটি ভালো সিনেমা আরও দশটা ভালো সিনেমা করার উৎসাহ জোগায়।

‘একটি ভালো সিনেমা আরও দশটা ভালো সিনেমা করার প্রযোজক টেনে নিয়ে আসে। ভালো দশটা পরিচালককে উৎসাহ দেয়। দশটা পরিচালক উৎসাহী হয়ে আরও দশটা ভালো সিনেমা দেয়।

‘তাই আমরা কত কাজ করলাম, সেটা আমার কাছে মুখ্য বিষয় না। কাজ যদি একটাও হয়, এবং সেটা যদি ভালো হয়, সেটাই হচ্ছে ইম্পরট্যান্ট। এবং সেটাই একজন শিল্পীর জন্য সম্মানের, একটা চলচ্চিত্রের জন্য সম্মানের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য লাভজনক, সিনেমা হলের জন্য খুব লাভজনক এবং সর্বোপরি দর্শকও খুব আনন্দিত হয় সেই ভালো সিনেমা দেখে।’

সরকারি অনুদানে সিনেমা নির্মাণের জন্য শাকিব খান স্ক্রিপ্ট জমা দিয়েছেন। তার মতে, তার মতো নিয়মিত যারা সিনেমা বানাচ্ছেন, তাদেরকেই সরকারের অনুদান দিয়ে সাহায্য করা উচিত।

শাকিব বলেন, ‘আমাদের সকলের লক্ষ্যই তো ভালো সিনেমা করা। এ করোনা মহামারির পরে, সরকারের অনুদান কমিটিতে যারা আছেন, শীর্ষস্থানে যারা আছেন, তথ্যমন্ত্রী মহাদয়, তথ্যসচিব এবং আরও যারা আছেন, আমার মতে তাদের সকলের উচিত হবে আমরা যারা রেগুলার সিনেমা বানাচ্ছি, তাদেরকে অনুদান দেয়া।

‘কারণ, অনুদানে যে টাকা দেয়, ঐ টাকা দিয়ে তো আমাদের একটা সিনেমা তৈরি হয় না। এটা একটা স্পন্সরের মতো। যে এই করোনাকালীন সময়ে আমি অনেক টাকা হয়তো সিনেমা হল থেকে টানতে পারছি না বা অনেক হল বন্ধ হয়ে গেছে বা মানুষের আর্থিক অবস্থাটাও ভালো না। সবকিছু মিলিয়ে আগের মতো এখন অবস্থা নেই। তাই সরকারের পক্ষ থেকে ভালো সিনেমার জন্য একটা হেল্প হয়।’

‘এ রকম ১০-২০টা ভালো সিনেমাকে যদি অনুদান দেয় তাহলে আরও ২০টা ভালো সিনেমা তৈরি হবে। প্রেক্ষাগৃহে গিয়ে যে সিনেমাগুলো মানুষ দেখবে, সে সিনেমাগুলোকে আমার মনে হয় দুই-তিন বছর একটু পেট্রোনাইজ করা উচিত।’

এ বিভাগের আরো খবর