বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রণবীরের কমেডি সিনেমায় দীপিকার বিশেষ উপস্থিতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৩৯

চমকপ্রদ খবর হলো, সার্কাস সিনেমায় দীপিকা পাডুকোনের উপস্থিতিও আছে। রণবীরের সঙ্গে বিয়ের পর এক সিনেমায় তাদের দ্বিতীয়বারের মতো দেখা যাবে।

রোহিত শেঠির পরবর্তী কমেডি সিনেমা সার্কাস এর শুটিং চলছে পুরোদমে মুম্বাইতে। রণবীর সিং এ সিনেমায় ডাবল পার্ট করছেন। তার সঙ্গে আরও অভিনয় করছেন বরুণ শর্মা, পূজা হেজ ও জ্যাকলিন ফার্নান্দেজ।

সার্কাস সিনেমাটি শেক্সপিয়ারের দ্য কমেডি অফ এরোরস নাটক অবলম্বনে তৈরি। এ নাটক অবলম্বনে ১৯৮২ সালে গুলজার পরিচালনা করেছেনআঙ্গুর সিনেমা।

চমকপ্রদ খবর হলো, এ সিনেমায় দীপিকা পাডুকোনের উপস্থিতিও আছে। রণবীরের সঙ্গে বিয়ের পর এক সিনেমায় তাদের দ্বিতীয়বারের মতো দেখা যাবে। প্রথমটা অবশ্যই রণবীর সিংয়ের সিনেমা ৮৩। এখানেও দীপিকা ক্যামিয়ো করবেন।

বলিউড হাঙ্গামা জানায়, সার্কাস সিনেমায় দীপিকা একটি গানে অংশ নিবেন। সঙ্গে থাকবে নাচ। এ ছাড়া অল্প কিছু দৃশ্যেও তাকে দেখা যাবে।

দীপিকা এ সিনেমার শুটিং শেষ করেছেন টানা তিন দিনে। এখন তিনি ফিরে গেছেন শাহরুখ খানের বিপরীতেপাঠান সিনেমার শুটিংয়ে।

পাঠান সিনেমাতে শাহরুখ খানের সঙ্গেও নাচবেন দীপিকা। শাহরুখ খান, সালমান খান ও জন আব্রাহামের সঙ্গে দীপিকার অ্যাকশন দৃশ্যও থাকবে।

এ বিভাগের আরো খবর