ডিজনির জনপ্রিয় ক্লাসিক সিনেমাগুলোর একটি ১০১ ডালমেশিয়ানস। সিনেমাটি ক্রুয়েলা দে ভিল নামে এক মহিলার গল্প, যিনি সাদা-কালো ডালমেশিয়ান কুকুরদের গায়ের চামড়া দিয়ে কোট বানাতে কুকুর সংগ্রহ করেন।
ওয়াল্ট ডিজনির ১৯৬১ সালের এই অ্যানিমেশন সিনেমায় দেখা যায়, পোষা জন্তুদের দোকান থেকে তিনি শুধু ডালমেশিয়ান কুকুরদের কিনে নিয়ে যান। ঘটনাক্রমে পঙ্গো ও পেরদিতা নামে এক ডালমেশিয়ান দম্পতি ও তদের কুকুর ছানারা ক্রুয়েলার নজরে আসে।
ক্রুয়েলা কুকুর ছানাগুলো কিনে নিতে চান পঙ্গো ও পেরদিতার মালিক রজার ও অনিতা দম্পতির কাছ থেকে। কিন্তু তারা না করে দেন।
ক্রুয়েলা এতে ক্ষুব্ধ হয়ে কুকুরছানাগুলো চুরির পরিকল্পনা করেন। কুকুর ছানা ও তাদের মা-বাবার জীবনে ক্রুয়েলা বয়ে নিয়ে আসেন ভয় আর আতঙ্ক। এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে।
১৯৬১ সালের ক্রুয়েলা ও ১৯৯৬ সালের ক্রুয়েলা
এ সিনেমার গল্প নিয়ে ১৯৯৬ সালে একই নামে সিনেমা নির্মাণ করা হয়েছে। সে সিনেমায় ক্রুয়েলার চরিত্রে অভিনয় করেন গ্লেন ক্লোজ।
১০১ ডালমেশিয়ান গল্পের খলচরিত্র ক্রুয়েলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ক্রুয়েলা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৮ মে। এ সিনেমায় ক্রুয়েলা চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন।
১০১ ডালমেশিয়ান এর কুকুরদের জীবনে আতঙ্ক সৃষ্টি করার আগে ক্রুয়েলার জীবন কেমন ছিল, সে গল্পই দেখানো হবে ক্রুয়েলা সিনেমায়।
সিনেমাটি প্রযোজনা করেছে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিও। বুধবার এর ট্রেইলার প্রকাশ করা হয় ইউটিউবে। ট্রেইলারে এমাকে দেখা যায় অর্ধেক সাদা অর্ধেক কালো চুল ও লাল রঙের পোশাকে বরাবরের মতো ফ্যাশন সচেতন ক্রুয়েলার আইকনিক লুকে।
ক্রুয়েলা সিনেমাটি পরিচালনা করেছেন আই টনিয়া সিনেমার পরিচালক ক্রেইগ গিলেস্পি। সিনেমায় আরও অভিনয় করেছেন এমা থম্পসন, মার্ক স্ট্রং ও পল ওয়াল্টার হাউসার।