সালমান খান অভিনীত ২০০৮ সালের জনপ্রিয় সিনেমাওয়ান্টেড। সে সিনেমায় তার একটি সংলাপ হলো, ‘এক বার জো কমিটমেন্ট কার দি তো ম্যা খুদ কি ভি নেহি সুনতা’ (এক বার প্রতিশ্রুতি দেয়ার পর আমি নিজের না ও শুনি না)।
নিজের জীবনে সে সংলাপটি কাজে লাগাচ্ছেন ‘সল্লু ভাই’ হিসেবে পরিচিত অভিনেতা। তার বহুল প্রতীক্ষিত সিনেমা রাঁধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই মুক্তি পাবে চলতি বছরের মে মাসে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাক, এমনটাই চান সালমান।
তবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটি মুক্তি দেয়ার বিনিময়ে সালমানকে মোটা অঙ্কের অর্থ দিতে চায়। কিন্তু ওটিটিতে সিনেমাটি মুক্তি দিতে রাজি নন সালমান।
সিনেমাটির সঙ্গে যুক্ত এক সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, সালমান খানের রাঁধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ও কাভি ইদ কাভি দিওয়ালি দেখানোর জন্য অনেক চেষ্টা করছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। কিন্তু সালমান তার সিদ্ধান্ত বদলাতে রাজি নন।
রাঁধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্ম মোটা অঙ্কের অর্থ সালমান খানকে দিতে চেয়েছে বলে জানায় সে সূত্রটি। এমনকি প্রেক্ষাগৃহে মুক্তির কিছু সপ্তাহ পরও ওটিটিতে সিনেমাটি দেখাতে রাজি প্ল্যাটফর্মটি। কিন্তু তাতে সায় নেই বলিউডের হার্টথ্রব অভিনেতার।