জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভালোবাসা দিবসে এসেছে তার অভিনীত নাটক। এখন তিনি ব্যস্ত মিউজিক ভিডিওর শুটিংয়ে।
না, শুধু বসে থাকা, হাঁটাহাঁটি, হাসি-কান্না নিয়ে নির্মিত হচ্ছে না মিউজিক ভিডিওটি। রীতিমতো মুঘল ধাঁচে, এক জন নৃত্যশিল্পী হিসেবে পর্দায় ধরা দেবেন সুনেরাহ। সেই সাজ-পোশাকে তোলা কিছু ছবি পাওয়া যাচ্ছে ফেসবুকে।
সুস্মিতা আনিসের গানের জন্য নির্মিত হচ্ছে এই মিউজিক ভিডিও। বুধবার থেকে রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে শুরু হয়েছে শুটিং। ২১ ফেব্রুয়ারি কক্সবাজারে দৃশ্যধারণের মাধ্যমে শেষ হবে এর কাজ।
নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওর নৃত্য পরিচালনা করছেন সাইফুল ইসলাম ইভান। তিনি জানান, মিউজিক ভিডিওতে একটি সুন্দর গল্প আছে। আর সেই গল্পের প্রয়োজনেই নাকি ব্যবহার করতে হচ্ছে ধ্রুপদী নৃত্য আঙ্গিক।
নিউজবাংলাকে ইভান বলেন, ‘সুনেরাহ নৃত্য শেখা একজন শিল্পী। তাকে নিয়ে কাজ করে কোনো অসুবিধা হচ্ছে না। নৃত্যের ধ্রুপদী আঙ্গিকটা বেশ ভালোই ধরতে পারছেন তিনি। সুনেরাহ অনেক পরিশ্রমীও। আমাদের প্রথম দিনের কাজ অনেক ভালো হয়েছে।’
মিউজিক ভিডিওর শিল্পীদের সঙ্গে নৃত্য পরিচালক সাইফুল ইসলাম ইভান। ছবি: সংগৃহীত
সুস্মিতা আনিসের ‘সারাদিনের আমি’ অ্যালবামের ‘এক বিকেলে’ গানটি নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিওটি। এর সুরকার ও গীতিকার কলকাতার ইন্দ্রজিৎ দাস গুপ্ত ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।