বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নায়িকাদের পর এক ফ্রেমে দুই নায়ক

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৬

ছবিতে সিয়াম ও শুভর পোশাকের ধরণ প্রায় একইরকম। দুজনেই সাদা পায়জামা-পাঞ্জাবি পরে আছেন। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়কে তুলে ধরতেই এমন পোশাক।

কিছুদিন আগেই এক ফ্রেমে পাওয়া গিয়েছিল নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা এবং সাবিলা নুরকে। বঙ্গবন্ধু বায়োপিকের শুটিংয়ের ফাঁকে ছবি তুলেছিলেন তারা।

এছাড়াও ফারিয়ার এক্সপেরিমেন্টে মডেল হতে হয়েছে তিশাকে। সেই এক্সপেরিমেন্টাল ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে।

নায়িকাদের এই ছবি তোলার ধুম চলছেই। তবে এর মধ্যে এক ফ্রেমে দেখা গেল দুই নায়ককে।

বুধবার এক ফ্রেমে ধরা দিয়েছেন আরিফিন শুভ এবং সিয়াম আহমেদ। বঙ্গবন্ধু বায়োপিকে বিশিষ্ট রাজনীতিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের চরিত্রে অভিনয় করছেন সিয়াম। আর আরিফিন শুভকে দেখা যাবে বঙ্গবন্ধুর চরিত্রে।

শামসুল হকের চরিত্র নিয়ে ১২ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিয়াম আহমেদ বলেছিলেন, ‘শামসুল হক সাহেব বিয়ের কিছুদিন পর গিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। রাজপথ থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও কারাগারে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। জেলে সবাই যখন স্বাধীনতা সংগ্রামের পরিকল্পনা করছেন, তখন শামসুল হক সাহেব কান্নাকাটি করছিলেন আর সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলেন। কারণ বাড়িতে তিনি তার নতুন বউকে রেখে এসেছেন। তার ধারণা ছিল যে, জেল থেকে বের হওয়ার আগেই স্ত্রী তাকে রেখে চলে যাবে।’

ছবিতে সিয়াম ও শুভর পোশাকের ধরণ প্রায় একইরকম। দুজনেই সাদা পায়জামা-পাঞ্জাবি পরে আছেন। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়কে তুলে ধরতেই এমন পোশাক।

তবে ছবিতে দুজনের মুখেই হাসি। বোঝা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে বা গল্পের এক পর্যায়ে তোলা হয়েছে এই ছবি।

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিয়াম আহমেদ। বঙ্গবন্ধু বায়োপিক পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এ বিভাগের আরো খবর