বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওটিটিকেই এগিয়ে রাখছেন নওয়াজউদ্দিন

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৪

নওয়াজউদ্দিন বলেন, ‘আমার আনন্দ হয় যখন নেটফ্লিক্সের এই কনটেন্টগুলো সারা বিশ্বের মানুষ দেখতে পারে, এজন্য নেটফ্লিক্সকে আমি ধন্যবাদ জানাই। সিনেমা প্রেক্ষাগৃহের মাধ্যমে মানুষের কাছে যতটা পৌঁছায়, তার চেয়ে অনেক বেশি পৌঁছায় ওটিটি প্ল্যাটফর্মে।’

লন্ডন শহরের শীতের রাত। একটি কামরায় অনেক মানুষ কিন্তু চরিত্র মাত্র দুটি। চলছে সিনেমার শুটিং; নাম সঙ্গিন। ক্যামেরার সমানে ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ইরানি অভিনেত্রী এলনাজ নরোউজি।

লন্ডন শহর এখন দ্বিতীয়বারের মতো লকডাউনে। এর মধ্যেই এক মাসের বেশি সময় ধরে সেখানে সিনেমা শুটিং করছেন নওয়াজউদ্দিন। এবার কোনো খলচরিত্রে নয়। ইতিবাচক চরিত্রেই সঙ্গিন সিনেমায় অভিনয় করছেন তিনি।

সঙ্গিন সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ চোপড়া। নওয়াজউদ্দিন সিনেমার স্ক্রিপ্ট পড়ে জানিয়েছেন, তার জন্য চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। খবর, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভ্যারাইটির।

সেক্রেড গেমস খ্যাত এ অভিনেতা প্রথমবারের মতো লন্ডন শহরে সিনেমার শুটিং করছেন। লকডাউনে থাকা এ শহরকে নিয়ে তিনি বলেন, ‘শহরটা একদম জনমানবহীন।’

ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করা নওয়াজউদ্দিনের প্রথম সিনেমা ছিল অনুরাগ কাশ্যপের পরিচালনায় ব্ল্যাক ফ্রাইডে। এর পর অনুরাগের সঙ্গে তিনি আরও কিছু কাজ করেছেন যেগুলো দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। তার মধ্যে গ্যাংস অফ ওয়াসিপুর, রামান রাঘাব ২.০ ও সেক্রেড গেমস অন্যতম।

এছাড়াও দ্য লাঞ্চবক্স, লায়ন, বাজরাঙ্গি ভাইজান ও মান্টো তার অভিনীত আলোচিত সিনেমা। নন্দিতা দাসের পরিচালনায় মান্টো সিনেমার জন্য তিনি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন।

কান চলচ্চিত্র উৎসবে একজন নিয়মিত মুখ নওয়াজউদ্দিন। উৎসবটি নিয়ে নওয়াজউদ্দিন বলেন, ‘কানের পরিবেশ যে কোনো শিল্পীর জন্য দুর্দান্ত। অভিনেতা, পরিচালক, সাংবাদিকদের একত্রিত হওয়ার একটা জায়গা। যে বছর আমার কোনো সিনেমা সেখানে যায় না, সে বছর আমি কানকে খুব মনে করি।’

সিনেমার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সমানতালে কাজ করে চলছেন নওয়াজউদ্দিন। নেটফ্লিক্সের রাত আকেলি হ্যা ও সিরিয়াস মেন, অ্যামাজন স্টুডিওর ফটোগ্রাফ, ইরোস নাওয়ের রোয়াম রোম মে এবং জি ফাইভের জন্য ঘুমকেতু সিরিজে কাজ করেছেন। তার করা বিবিসি/আমাজন সিরিজ ম্যাকমাফিয়া জিতেছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের সেরা ড্রামা সিরিজের পুরস্কার।

‘থিয়েটার ও ওটিটি দুটোই তাদের নিজ নিজ জায়গাতে সঠিক। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, অ্যামাজন ও নেটফ্লিক্স দর্শকের কাছে বেশি পৌঁছায়। অনেক মানুষ সেখানে সিনেমা দেখে। উদাহরণ হিসেবে বলা যায়, সঙ্গিন সিনেমার শুটিংয়ের সময় অনেকে এসে আমাকে বলেছে তারা সেক্রেড গেমস থেকে আমাকে চিনেছে, তাদের কেউ ভারতীয় নন।

‘আমার আনন্দ হয় যখন নেটফ্লিক্সের এই কনটেন্টগুলো সারা বিশ্বের মানুষ দেখতে পারে, এজন্য নেটফ্লিক্সকে আমি ধন্যবাদ জানাই। সিনেমা প্রেক্ষাগৃহের মাধ্যমে মানুষের কাছে যতটা পৌঁছায়, তার চেয়ে অনেক বেশি পৌঁছায় ওটিটি প্ল্যাটফর্মে।’

১ দশমিক ৩ বিলিয়ন মানুষের দেশ ভারতে সিনেমা হল আছে মাত্র নয় হাজার। ভারতে প্রতি বছর অন্তত দুই হাজার সিনেমা মুক্তি পায়।

নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা হিট হবে না ফ্লপ হবে তা নির্ভর করে সিনেমা হলের সংখ্যার ওপর। একটা খারাপ সিনেমা যদি চার হাজার হলে মুক্তি দেয়া হয়, তবে তা প্রথম দিনেই অন্তত ২০০ মিলিয়ন রুপি আয় করবে, সিনেমাটা যতই খারাপ হোক। আর যদি খুব ভালো সিনেমা হয় এবং তা মুক্তি দেয়া হয় এক হাজারের কম সিনেমা হলে, তবে কী আশা করা যায়? সেক্ষেত্রে ওটিটি খুব ভালো।’

ওটিটি পরবর্তী সময়ে নওয়াজউদ্দিন আশা করছেন তার সিনেমাগুলো আড়াই থেকে তিন হাজার ভারতীয় পর্দায় দেখা যাবে। ২০২১ সালে সঙ্গিন মুক্তি পাবে। সঙ্গে আছে রোমান্টিক কমেডি সিনেমা যোগীরা সারা রা রা।

নওয়াজউদ্দিন অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আন্তর্জাতিক প্রজেক্ট নো ল্যান্ড’স ম্যান সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের সঙ্গে নওয়াজউদ্দিনও এ সিনেমার একজন প্রযোজক।

এ বিভাগের আরো খবর