‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘কেহই করে বেচাকেনা কেহই কান্দে’ কালজয়ী গানগুলোর সুরকার আলী হোসেন মারা গেছেন।
বুধবার যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮১ বছর বয়সি আলী হোসেন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বোস্টনে থাকা প্রবাসী বাঙালিরা। বাংলাদেশ সময় বুধবার ভোর সোয়া তিনটার দিকে তিনি মারা যান।
নিউ ইয়র্কে বসবাসরত নাদিম আহমেদ লেখেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে- উপমহাদেশের প্রখ্যাত সুরকার জনাব আলী হোসেন আর আমেদের মাঝে নেই। এই নশ্বর পৃথিবী ত্যাগ করে মহান স্রষ্টার কাছে নিজেকে সমর্পিত করার অনন্ত যাত্রায় শরিক হয়েছেন।’
বোস্টন থেকে পরিচালিত বাংলা ভাষার নিউজ পোর্টাল দূরদেশ জানিয়েছে, আলী হোসেনের একমাত্র ছেলে আসিফ হোসেন আমেরিকায় থাকেন। মৃত্যুর আগে তিনি ছেলের কাছেই ছিলেন।
বোস্টন স্থানীয় সময় অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি বাদ যোহর আলী হোসেনের জানাজা শেষে তাকে বোস্টনেই দাফন করা হবে।